শেষ হয়ে গেল সঞ্জিত সাহার বিশ্বকাপ খেলার সব আশা। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সেই ম্যাচের দুই আম্পায়ার। সেই মতো ম্যাচ রেফারির কাছে অভিযোগও দায়ের করেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সঞ্জিতের বোলিংয়ের ভিডিও পাঠানো হয় আইসিসির কাছে পরীক্ষার জন্য। শনিবার রাতেই আইসিসি-র তরফে আসে দুঃসংবাদ। এখনও সরকারিভাবে কোনও পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। সঞ্জিতের জায়গায় স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেললেন বাঁহাতি স্পিনার আরিফুল ইসলাম।
বিসিবির সূত্রের খবর প্রথম ম্যাচের বোলিং অ্যাকশন দেখে আইসিসির পর্যবেক্ষকরা ত্রুটি পেয়েছেন। বোলিংয়ের সময় সঞ্জিতের কনুই ৪৫ ডিগ্রির মতো ভাঙছে। যেটা ১৫ ডিগ্রির বেশি হওয়া উচিৎ নয়। যে কারণে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকতে হচ্ছে সঞ্জিতকে। তবে টিম ম্যানেজমেন্টের আশা খুব দ্রুত বোলিং অ্যাকশনের সমস্যা মিটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সঞ্জিত।
আরও খবর: স্কটল্যান্ডকে উড়িয়ে যুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ