বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ছন্দে বাংলাদেশ

শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরফি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ২৪ ওভারে ১৫২-১, তখনই শুরু হয় বৃষ্টি। ফলে ১৫২ রানেই আটকে যায় ক্যারিবিয়ান শিবির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ০৪:১৯
Share:

চ্যাম্পিয়ন: বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ জিতে ট্রফি নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের উৎসব। শুক্রবার ডাবলিনে। টুইটার

ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারায় মাশরফি মর্তুজার দল। ২৪ বলে অপরাজিত ৫২ রান করে ম্যাচের সেরা মোসাদ্দেক হোসেন।

Advertisement

শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরফি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ২৪ ওভারে ১৫২-১, তখনই শুরু হয় বৃষ্টি। ফলে ১৫২ রানেই আটকে যায় ক্যারিবিয়ান শিবির। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়োগ করে দেখা যায় ২৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২১০। কারণ, ওয়েস্ট ইন্ডিজের হাতে উইকেট ছিল, যা বিপক্ষকে বড় লক্ষ্যের সামনে ফেলতে সাহায্য করে।

প্রায় টি-টোয়েন্টির ভঙ্গিতেই ব্যাট করতে শুরু করে বাংলাদেশ। ৪১ বলে ৬৬ রান করেন বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করেন মুশফিকুর রহিম। কিন্তু দ্রুত উইকেট হারানোয় শেষের দিকে চাপ বাড়ে বাংলাদেশের। সেই চাপ হাল্কা করে দেন মোসাদ্দেক।

Advertisement

তাঁর ৫২ রানের ইনিংসে ছিল দু’টি চার ও পাঁচটি ছক্কা। বিশ্বকাপের আগে এই ইনিংস আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে ২৩ বছর বয়সি অলরাউন্ডারের। ম্যাচ শেষে মোসাদ্দেক বলেছেন, ‘‘ত্রিদেশীয় সিরিজ জিতে আমরা আত্মবিশ্বাসী। এ ভাবেই বিশ্বকাপে যেতে চেয়েছিলাম।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আশা করছি ইংল্যান্ডে আরও বেশি রান উঠবে। কোনও ম্যাচে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে পুরোপুরি তা কাজে লাগানোর চেষ্টা করব।’’

ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সেখানে সাফল্যের পরে কতটা আত্মবিশ্বাসী অধিনায়ক? মাশরফি বলছিলেন, ‘‘বিশ্বকাপে কী ধরনের কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে আমরা সবাই আন্দাজ করতে পারছি। সেখানে কোনও দলই বিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়বে না। তাই এ ধরনের ম্যাচ জিতে থাকলে সে সব পরিস্থিতিতে সুবিধা হবে। আমরা হাল ছাড়ব না।’’ বিশ্বকাপের আগে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মে তাঁদের প্রতিপক্ষ পাকিস্তান। ২৮ মে প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে মাশরফিদের প্রথম ম্যাচ ২ জুন ওভালে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন