দু’বছর বরাবাটি স্টেডিয়ামে ক্রিকেট নয়, মত গাওস্করের

বরাবাটি স্টেডিয়ামে বোতল-বৃষ্টির ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুনীল গাওস্কর। আগামী দু’বছর বরাবাটি স্টেডিয়ামে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ করার দাবি তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “ঘটনার সময় কোনও নির্দেশই দেওয়া হয়নি পুলিশকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ১৬:০৪
Share:

সুনীল গাওস্কর। ছবি—ফাইল।

বরাবাটি স্টেডিয়ামে বোতল-বৃষ্টির ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুনীল গাওস্কর। আগামী দু’বছর বরাবাটি স্টেডিয়ামে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ করার দাবি তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “ঘটনার সময় কোনও নির্দেশই দেওয়া হয়নি পুলিশকে। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। মাঠে থাকা পুলিশের কাজ খেলা দেখা নয়, তাদের কাজ দর্শক সামলানো।” তাঁর অভিমত, এই ঘটনা ভারতীয় ক্রিকেটকে কলঙ্কিত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কোনও রকম আর্থিক সাহায্য না করা। দর্শকদের উদ্দেশে গাওস্করের প্রশ্ন, দল ভাল খেললে কি তাঁরা মাঠে উপহার ছোড়োন? কিন্তু হারলে তাদের বোতল ছোড়া হবে কেন? গোটা ঘটনায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েসনের সমালোচনা করেন গাওস্কর। সোমবার রাতে বরাবাটি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। দর্শকদের বোতল-বৃষ্টিতে মাঝপথে খেলা থামাতে হয়। এর পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন