আজ মাঠে মেসি, কাল রোনাল্ডো

রবিবারই এস্প্যানিয়ল-এর বিরুদ্ধে লা লিগার ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সে ব্যাপারে এ দিন জিদান বলেন ‘‘পাঁচ ম্যাচ সাসপেনশনের পর মাঠে নেমে এই মুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছে ও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ০১:১৬
Share:

পরিবার: তিন সন্তানের সঙ্গে রোনাল্ডো। পিছনে বাবা-র প্রতিকৃতি। ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর থাকা নিয়ে জল্পনা চলছেই কয়েক মাস ধরেই। এ বার সে ব্যাপারে মুখ খুললেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বলে দিলেন, ‘‘রোনাল্ডো রিয়াল মাদ্রিদে কতদিন খেলবে তা নির্ভর করবে ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলারটির উপর। তবে দু’তরফেই সম্পর্কে চিঁড় খায়নি। আগের মতোই রয়েছে। সুতরাং এই মুহূর্তে রোনাল্ডোর রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।’’

Advertisement

রবিবারই এস্প্যানিয়ল-এর বিরুদ্ধে লা লিগার ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সে ব্যাপারে এ দিন জিদান বলেন ‘‘পাঁচ ম্যাচ সাসপেনশনের পর মাঠে নেমে এই মুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছে ও। ম্যাচ খেলার এবং গোল করার জন্য মুখিয়ে রোনাল্ডো। আশা করছি, এস্প্যানিয়ল ম্যাচ থেকেই চেনা ছন্দে পাওয়া যাবে রোনাল্ডোকে। আর ওই ম্যাচ জিতে আমরাও লিগ টেবলে উপরের দিকে উঠে আসতে পারবো।’’

রিয়ালের আগেই শনিবার লাস পালমাস-এর বিরুদ্ধে খেলতে নামছে বার্সেলোনা। যে ম্যাচের আগে বার্সেলোনার আর্জেন্তাইন তারকা লিও মেসিকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর প্রাক্তন সতীর্থ কার্লেস পুয়োল। তাঁর কথায়, ‘‘মেসি আরও উন্নতি করবে।’’ বার্সেলোনার জার্সি গায়ে এই মুহূর্তে সমসংখ্যক ৫৯৩ টি ম্যাচ খেলেছেন। মেসি ও পুয়োল। শনিবারের ম্যাচে মেসি খেললেই টপকে যাবেন পুয়োলকে। যে প্রসঙ্গে পুয়োল এ দিন বলেন, ‘‘দ্রুত উন্নতি করছে লিও। আশা করছি বার্সার জার্সি গায়ে আরও ৫০০ ম্যাচ খেলবে ও। বার্সা-কে তুলে নিয়ে যাবে অন্য উচ্চতায়।’’

Advertisement

পুয়োল আরও বলেন, ‘‘সাফল্যের খিদেটাই এগিয়ে নিয়ে যাচ্ছে মেসিকে। এখন আগের চেয়েও পরিণতও। আরও চমক দেখাবে লিও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement