বার্সেলোনা ম্যাচের রেফারি শাস্তির মুখে

বার্সেলোনা বনাম প্যারিস সঁ জরমঁ ম্যাচ নিয়ে নাটক অব্যাহত থাকল। প্রথম লুইস সুয়ারেজের ডাইভ নিয়ে উঠেছিল ঝড়। এ বার কাঠগড়ায় ম্যাচ রেফারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০৩:৩৪
Share:

কাঠগড়ায়: প্রশ্নের মুখে পড়ছেন বার্সা-পিএসজি ম্যাচের রেফারি।

বার্সেলোনা বনাম প্যারিস সঁ জরমঁ ম্যাচ নিয়ে নাটক অব্যাহত থাকল। প্রথম লুইস সুয়ারেজের ডাইভ নিয়ে উঠেছিল ঝড়। এ বার কাঠগড়ায় ম্যাচ রেফারি।

Advertisement

স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বার্সা-প্যারিস সঁ জরমঁ ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য জার্মান রেফারি দেনিজ আয়তেকিনের উপর ক্ষুব্ধ উয়েফা রেফারি প্যানেলের প্রধান পিয়েরলুইজি কলিনা।

রেফারির যে দুটো সিদ্ধান্ত খতিয়ে দেখা হচ্ছে, অ্যাঙ্খেল দি’মারিয়াকে পেনাল্টি বক্সে মাসচেরানো ফাউল করলেও সঁ জরমঁকে পেনাল্টি দেননি আয়তেকিন। আবার সুয়ারেজ ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করেছেন।

Advertisement

শোনা যাচ্ছে, শাস্তি হিসেবে এই মরসুমে বাকি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হয়তো আর রেফারিং করতে পারবেন না আয়তেকিন। যদিও আয়তেকিনের পাশে দাঁড়ালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ‘‘রেফারির বোঝার ক্ষমতা আছে কোনটা ঠিক কোনটা ভুল। ম্যাচটা ভাল হয়েছে,’’ বলছেন ইনফান্তিনো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement