BCCI

নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ২২:১৫
Share:

ভারতীয় দল। ছবি: পিটিআই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।

Advertisement

কিউইদের বিরুদ্ধে ঘোষিত দলে বেশ কিছু চমক রেখেছে নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়ার পর কিউইদের বিরুদ্ধেও দলে জায়গা হল না ভারতীয় দলের মুখ্য দুই স্পিনার রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। শুধু জাডেজা বা অশ্বিনই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা হয়নি কে এল রাহুলেরও। অজিদের বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন তিনি। দলে থাকলেও একটি ম্যাচেও অজি বাহিনীর বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি।

আরও পড়ুন: ‘পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্যে কী গাওস্কর-শাস্ত্রী’

Advertisement

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে উঠে এসেছেন এই কিংবদন্তিরা

উল্লেখযোগ্য ভাবে দলে রাখা হয়নি মহম্মদ সামি এবং উমেশ যাদবকেও।

অন্য দিকে, কিউইদের বিরুদ্ধে দলে সুযোগ দেওয়া হয়েছে শার্দিল ঠাকুর এবং দীনেশ কার্তিককে।

ভারত:

বিরাট কোহালি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ অধিনায়ক), শিখর ধবন, অজিঙ্ক রাহানে, মনীশ পান্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন