India

ওডিআই সিরিজের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করল বিসিসিআই

১২ মার্চ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজের জন্যই ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০১
Share:

নেতৃত্বের ব্যাটন থাকবে মিতালি রাজের হাতে। ছবি: এএফপি।

১২ মার্চ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজের জন্যই ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই।

Advertisement

অজিদের বিরুদ্ধে যে দল বিসিসিআই ঘোষণা করেছে তাঁর অধিনায়ক বাছা হয়েছে মিতালি রাজকে। মিতালির ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে হরমনপ্রীত কউরকে।

সদ্যই দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে তাঁদের মাটিতেই পরাস্ত করে টি২০ এবং ওডিআই সিরিজ পকেটে জিতে নিয়েছেন হরমনপ্রীতরা। ফলে এই সিরিজে নামার আগেই হট ফেভারিট মিতালির টিম ইন্ডিয়া-ই। সঙ্গে আত্মবিশ্বাসীও মিতালিরা।

Advertisement

আরও পড়ুন: ‘ব্যাটিং আর নেতৃত্বে কোহালি এখন স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ড-জয়েরও’

আরও পড়ুন: ‘হার্দিক জোর দিক নিজের শক্তির ওপর’

ওডিআই দল:

মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ অধিনায়ক), স্মৃতি মন্ধনা, পুনম রাউত, জেমিমা রডরিগেজ, বেদা কৃষ্ণমূর্তি, মনা মেশরাম, সুশমা বর্মা (উইকেটরক্ষক), একতা বিস্ত, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, সুকন্যা পারিদা, পূজা ভাস্ত্রাকার, দীপ্তি শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন