বোর্ড পুরুষ শাসিতই, তোপ ক্ষুব্ধ ডায়ানার

ডায়ানা এও বলে দিচ্ছেন, ভারতের মেয়েরা বিশ্বকাপ ফাইনাল খেলে এলেও ছবিটা সে রকম কিছু বদলায়নি। তাঁর কথায়, ‘‘আমি তো বলব, এখনও ভারতীয় বোর্ডের অনেকেই চায় না মেয়েরা ক্রিকেট মাঠে ভাল কিছু করুক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৫:১৫
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে হঠাৎ সরব হলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য ডায়ানা এডুলজি। ভারতের প্রাক্তন মেয়ে ক্রিকেটার পরিষ্কার বলে দিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড হল পুরুষশাসিত একটা সংস্থা, যেখানে মেয়ে ক্রিকেটারদের সঠিক মূল্যায়ন হয় না।

Advertisement

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে ডায়ানা বলেন, ‘‘ভারতীয় বোর্ডকে আমি বরাবরই তুলোধনা করে এসেছি। ২০০৬ সালে মেয়েদের ক্রিকেট বিসিসিআইয়ের আওতায় এসেছে। কিন্তু তার পরেও আমি একই কথা বলব। ভারতীয় বোর্ড পুরুষশাসিত একটা সংস্থা। যেখানে ছেলেদের সব সময় প্রাধান্য দেওয়া হয়। ওরা কখনওই চায় না, মেয়েরা এখানে কিছু করুক। কোনও সিদ্ধান্ত নিক। আমার ক্রিকেট খেলার দিন থেকেই আমি এই ব্যাপার নিয়ে সরব হয়েছিলাম।’’

ডায়ানা এও বলে দিচ্ছেন, ভারতের মেয়েরা বিশ্বকাপ ফাইনাল খেলে এলেও ছবিটা সে রকম কিছু বদলায়নি। তাঁর কথায়, ‘‘আমি তো বলব, এখনও ভারতীয় বোর্ডের অনেকেই চায় না মেয়েরা ক্রিকেট মাঠে ভাল কিছু করুক। আমি জানি, ভারতীয় মেয়েরা যে এত ভাল খেলে এল, সেটা কয়েক জন বোর্ড সদস্যের একেবারেই হজম হচ্ছে না।’’

Advertisement

এখানেই থামেননি তিনি। ডায়ানা আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। আর এখানে তাঁর অভিযোগের লক্ষ্য প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। ডায়না বলেছেন, ‘‘২০১১ সালে শ্রীনিবাসন যখন বোর্ড প্রেসি়ডেন্ট, তখন একটা ঘটনা ঘটেছিল। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য ওয়াংখেড়ে-তে আমি ওঁকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কিন্তু উনি তখন আমাকে বলেন, ‘আমার ইচ্ছেমতো যদি সব হতো, তা হলে আমি মেয়েদের ক্রিকেট হতে দিতাম না।’ যা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম।’’

অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশের ধাঁচে মেয়েদের আইপিএল করার একটা প্রস্তাব ভারতীয় বোর্ড নাকচ করে দেওয়ার পরেই এতটা আক্রমণাত্মক হতে দেখা গেল ডায়ানা-কে। কেন মেয়েদের আইপিএল করা যাচ্ছে না, তা নিয়ে এক বোর্ডকর্তা বলেছেন, ‘‘আমরা যদি পাঁচ টিমেরও মেয়েদের আইপিএল করি, তা হলে আমাদের ৪০-৪৫ জন ক্রিকেটার লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন