Cricket

দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেটে আপত্তি, বাংলাদেশের পাশেই ভারতীয় বোর্ড

টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে দেওয়ার প্রস্তাবের তীব্র বিরোধিতায় যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। দক্ষিণ ভারতের এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, “এতে ছোট ছোট টেস্ট খেলিয়ে দেশগুলোর ক্ষতি হয়ে যাবে। বিসিসিআই সব সময় এই দেশগুলোর সঙ্গে আছে”।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১৬:৪৮
Share:

টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে দেওয়ার প্রস্তাবের তীব্র বিরোধিতায় যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। দক্ষিণ ভারতের এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, “এতে ছোট ছোট টেস্ট খেলিয়ে দেশগুলোর ক্ষতি হয়ে যাবে। বিসিসিআই সব সময় এই দেশগুলোর সঙ্গে আছে”।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র বার্যিক অধিবেশনে টেস্ট ক্রিকেটকে দুটো স্তরে ভেঙে দেওয়ার প্রস্তাব ওঠে। প্রথম স্তরে সাতটা দেশ এবং দ্বিতীয় স্তরে পাঁচটা দেশকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন টেস্ট খেলে ন’টা দেশ। এই মুহূর্তের র‌্যাঙ্কিং অনুযায়ী পরপর ন’টা দেশ হল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। নতুন প্রস্তাব পাস হলে ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশকে চলে যেতে হবে দ্বিতীয় স্তরে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ইতিমধ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও বিরোধিতায় যাওয়ার পথে। দুই স্তরে ভাগের পক্ষে মত দিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

Advertisement

আরও পড়ুন...
সৌরভের সেরা একাদশে জায়গা পেলেন কারা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন