IPL

আইপিএলের জন্য নতুন মিডিয়া স্বত্বর খোঁজে বিসিসিআই

তবে, যেই সংস্থাই আসুক না কেন, তাদের সঙ্গে ৫ বছরের চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ২৩:৩০
Share:

আইপিএলের মিডিয়া স্বত্বর জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী ২১ জুলাই ২০১৭ থেকে দরপত্র তুলতে পারবেন ইচ্ছুক সংস্থাগুলি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ অগস্ট ২০১৭। এর কিছু দিন পরই ঘোষণা করা হবে কাদের হাতে যেতে চলেছে ২০১৮ আইপিএল।

Advertisement

আরও পড়ুন: ন’মাস পর টেস্ট দলে ফিরলেন শিখর ধবন

তবে, যেই সংস্থাই আসুক না কেন, তাদের সঙ্গে ৫ বছরের চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী। তিনি বলেন, “গত ১১ জুলাই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনেই করা হবে এই চুক্তি।” বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল নতুন দরপত্র তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement