সুন্দরকে নিয়ে সাফাই অনুরাগের

লোঢা় কমিশনের তদন্তাধীন সত্ত্বেও আইপিএল সিওও সুন্দর রামনকে রেখে দেওয়া নিয়ে যখন দেশের ক্রিকেটমহলে বিতর্ক চলছে, তখন আইপিএল সিওও-র হয়ে ময়দানে নামলেন ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:৩৬
Share:

লোঢা় কমিশনের তদন্তাধীন সত্ত্বেও আইপিএল সিওও সুন্দর রামনকে রেখে দেওয়া নিয়ে যখন দেশের ক্রিকেটমহলে বিতর্ক চলছে, তখন আইপিএল সিওও-র হয়ে ময়দানে নামলেন ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর। তিনি বলে দিলেন যে, সুন্দর রামন বোর্ডের একজন মাইনে করা কর্মচারী মাত্র। কোনও কিছু সিদ্ধান্ত রামন নেন না। যা তাঁকে করার নির্দেশ দেওয়া হয়, তিনি সেটাই করেন।

Advertisement

‘‘রামনের বিরুদ্ধে কোনও রায় বেরোয়নি। তদন্ত চলছে শুধু। বোর্ডের দায়িত্ব যখন আমরা নিয়েছিলাম, দু’টো টিমের বিরুদ্ধে তদন্ত চলছিল। আমরা অপেক্ষা করেছিলাম লোঢা় কমিশনের রায়ের জন্য। সেটা আসার পরই তাকে দ্রুত কার্যকর করার কাজ চালু করে দিয়েছি। তা হলে এই ভদ্রলোককে নিয়ে আমাদের তাড়াহুড়ো করতে কেন বলছেন আপনারা?’’ রামনকে কেন সরানো হচ্ছে না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দেন ঠাকুর। সঙ্গে বোর্ড সচিব আরও যোগ করেন, ‘‘সুন্দর রামন বোর্ডের একজন কর্মচারী মাত্র। বোর্ডের কোনও সিদ্ধান্তই ও নেয় না। আইপিএল নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, আইপিএল গভর্নিং কাউন্সিল নেয়। কোনও কর্মচারী নেয় না। যা ওদের করতে বলা হয়, ওরা সেটা করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন