পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সরকারে ভূমিকা জানতে চাইল বিসিসিআই

বিসিসিআই অতীতেও পাকিস্তানের হুমকির উত্তরে জানিয়েছিল, এটা তাদের হাতে নেই। সরকার অনুমতি না দিলে তারা পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ২১:৩৫
Share:

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হল ভারতীয় ক্রিকেট বোর্ড। চুক্তি থাকা স্বত্বেও ২০১২ সাল থেকে বন্ধ এই দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক খেলা। তার পিছনে অবশ্যই সরকারের বাঁধা রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজগুলো ভারতের জন্য বাতিল হওয়ায় বার বার হুমকি দিয়েছে পাকিস্তান। চুক্তি করে এ ভাবে সিরিজ বাতিল করায় নাকি অনেক টাকার ক্ষতি হয়েছে পাকিস্তানের। কিন্তু এ বার কেন্দ্র সরকারের কাছে সরাসরি তাদের এই বিষয়ে মতামত জানতে চাইল বিসিসিআই।

Advertisement

বিসিসিআই অতীতেও পাকিস্তানের হুমকির উত্তরে জানিয়েছিল, এটা তাদের হাতে নেই। সরকার অনুমতি না দিলে তারা পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না। বিসিসিআ কেন্দ্র সরকারকে লেখা চিঠিতে জানতে চেয়েছে, ‘‘বিসিসিআই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে যদি আমরা সরকারের অবস্থান সম্পর্কে জানতে পারি। পাকিস্তানের সঙ্গে ঘরে বা বাইরে খেলতে হলে আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে কি না।’’

সিনিয়র বিসিসিআই অফিশিয়াল পিটিআইকে জানিয়েছেন, ‘‘এটা একটা রুটিন যোগাযোগ ছিল। এটা আমাদের দায়িত্ব দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে সরকারের সঙ্গে কথা বলে নেওয়া। আমাদের কাজ জিজ্ঞেস করা। বাকিটা সরকারের হাতে। আমরা জানি এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা যদি একটা উত্তর পাই তা হলে সুবিধে হয়। ’’

Advertisement

আরও পড়ুন

গড়াপেটা কাণ্ডে আইসিসির রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই

পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে দুই দেশের সঙ্গে আলোচনায় বসবে আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটি। শুনানি হওয়ার কথা দুবাইয়ে আইসিসির মুখ্য অফিসে ১ থেকে ৩ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement