সান্তার কাছে জোড়া উপহার চেয়ে শহরে আসবেন সনি

ক্রিসমাসে ঈশ্বরের কাছে দু’টি প্রার্থনা করবেন, ঠিক করেছেন সনি নর্ডি! সান্তা ক্লজের কাছে চাইবেন দু’টো উপহার।

Advertisement

তানিয়া রায়

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০৩:২৬
Share:

ক্রিসমাসে ঈশ্বরের কাছে দু’টি প্রার্থনা করবেন, ঠিক করেছেন সনি নর্ডি! সান্তা ক্লজের কাছে চাইবেন দু’টো উপহার।

Advertisement

এক) মোহনবাগানকে ফের আই লিগ চ্যাম্পিয়ন করা।

দুই) আই লিগের জোড়া ডার্বিতে বাগানকে জেতানো ।

Advertisement

এই মুহূর্তে বান্ধবী এবং পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত হাইতি স্ট্রাইকার। নিজের দেশে। তারই ফাঁকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ‘‘আইএসএলে মুম্বইকে চ্যাম্পিয়ন না করতে পারার আফসোসটা রয়ে গেছে। মোহনবাগানকে ফের আই লিগ চ্যাম্পিয়ন করে সেই আফসোস মেটাতে চাই।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘এ বার কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগান জিততে পারেনি। তাই আই লিগের ডার্বিতে আমাদের জিততেই হবে। ক্রিসমাসে আমি মোহনবাগানের সাফল্যের জন্য প্রার্থনা করব। যাতে আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারি। ডার্বিতেও জিততে পারি।’’

আই লিগে মোহনবাগানের প্রথম ম্যাচ ৯ জানুয়ারি। অথচ ৮ জানুয়ারি হাইতির খেলা রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে। প্রথম ম্যাচ তো সম্ভবত খেলতে পারবেন না? সনি অবশ্য লিখেছেন, ‘‘এখনও ওই ম্যাচ সম্পর্কে কিছু জানি না। আগে কলকাতায় যাই, অনুশীলনে যোগ দিই। তার পর কোচের সঙ্গে কথা বলে সব ঠিক করব। আই লিগের সূচিটাও তো এখনও জানি না।’’

মোহনবাগানে স্পনসর সমস্যার কথা জানেন। সেই জন্য ফুটবলারদের বেতন নিয়ে জটিলতা আছে সেটাও তাঁর অজানা নয়। তবু কেন আবার মোহনবাগানে সই করলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সনি। তিনি লিখেছেন, ‘‘ভারতে মোহনবাগানই তো আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। কোচ-সতীর্থ ফুটবলার শুধু নয়, কর্তারাও খুবই আপন করে নিয়েছে আমাকে। আর সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছি বাগান সমর্থকদের থেকে। মোহনবাগানে খেলেই তো আইএসএল খেলার সুযোগ পেয়েছি। মোহনবাগানকে ভুলি কী করে!’’

ভারতীয় ফুটবলে আইএসএল, না আই লিগ— কোন টুর্নামেন্টকে আপনি এগিয়ে রাখবেন? সনির ব্যাখ্যা, ‘‘আইএসএল একবারেই আলাদা একটি টুর্নামেন্ট। আর আই লিগ হল ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। যার উপর নির্ভর করছে ভারতীয় ফুটবলের মান। আইএসএল খেলে এএফসি বা ফিফার কোনও নামী টুনার্মেন্টের মঞ্চে পৌঁছানো যাবে না। তবে ভারতীয় ফুটবলকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে আইএসএল-ই। আমার মনে হয়, এ বার আই লিগ দেখতেও কলকাতা ছাড়া অন্য জায়গাতেও দর্শক আসবেন।’’

মোহনবাগান টিম সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন। জানেন কর্নেল গ্লেন যোগ দিয়েছেন। বন্ধু বাগানের স্টপার আভেস্কার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বাগান সমর্থকদের হার্টথ্রবের। জানিয়ে দিলেন, গ্লেনের সঙ্গে তাঁর জুটি জমে যাবে। ‘‘ওর সঙ্গে তো কখনও খেলেনি। মনে হয় মানিয়ে নিতে সমস্যা হবে না।’’ এখনও পর্যন্ত যা খবর তাতে ২৭ ডিসেম্বর বাগান স্ট্রাইকারের কলকাতায় আসার কথা। যোগ দেওয়ার কথা সঞ্জয় সেনের অনুশীলনে।

মুম্বই সিটি এফসি ছিটকে যাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আটলেটিকো দে কলকাতাকেই বাজি ধরেছিলেন সনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কলকাতার টিমের হয়ে গলাও ফাটিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আন্তোনিও লোপেজ হাবাসের টিম ছিটকে যাওয়ার পর কলকাতার দর্শকদের মতো হতাশ সনিও। জানালেন, ‘‘মুম্বইকে চ্যাম্পিয়ন করতে না পারার জন্য খুব কষ্ট হয়েছিল। তার পর কলকাতার টিমও ছিটকে গেল। নিজে কলকাতার ক্লাবে খেলি বলেই হয়তো এই শহরের নাম শুনলেই নস্ট্যালজিক লাগে।’’ পাশাপাশি তিনি মনে করেন, ‘‘এ বার আইএসএল চেন্নাইয়ান নয়, গোয়ারই জেতা উচিত ছিল। ওরা যে ভাবে শুরু থেকে খেলে এসেছে তাতে ওদের এই ট্রফিটা প্রাপ্য ছিল। তবে চেন্নাইয়ানও খুব ভাল টিম। কঠিন প্রতিপক্ষ ছিল। ইলানো, মেন্ডোজা প্রত্যেকেই সেরা ফর্মে খেলেছে। যাই হোক চেন্নাইয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। বন্যাপীড়িত মানুষদের কাছে এটা একটা বড় প্রাপ্তি।’’

পরের বার আইএসএলে সনির ইচ্ছে হাবাসের টিম কলকাতার হয়ে খেলার। পাশাপাশি এ-ও তিনি জানাতে ভোলেননি যে, পেশাদার ফুটবলার হিসেবে যে টিমেই সুযোগ পাবেন নিজের সেরাটা দেওয়ার জন্যও তিনি প্রস্তুত। ‘‘পরের বার আইএসএলে কলকাতার টিমে খেলার সুযোগ পেলে তো ভাল লাগবেই। তবে আমি পেশাদার। যে টিমেই সুযোগ পাই না কেন, একশো শতাংশ উজাড় করে দেব। সেটা মুম্বই সিটি হোক বা অন্য কোনও টিম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন