Sports News

গ্রেফতার হয়ে দলের বাইরে ইংল্যান্ড স্টার স্টোকস

সোমবার সকালে ব্রিস্টলে গ্রেফতার হন বেন স্টোকস।স্টোকসের সঙ্গে ছিলেন অ্যালেক্স হেলসও। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এই দু’জনের বাদ যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২৭
Share:

বেন স্টোকস। ছবি: এএফপি।

চতুর্থ ওয়ান ডেতে বেন স্টোকস ও অ্যালেক্স হেলসের খেলা হচ্ছে না। বুধবার ওভালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চতুর্থ ওয়ান ডেটি হবে। কিন্তু তার আগেই যা ঘটানোর ঘটিয়ে ফেলেছেন দুই তারকা ক্রিকেটার বেন স্টোকস ও অ্যালেক্স হেলস। রবিবারই ব্রিস্টলে তৃতীয় একদিনের ম্যাচ ১২৪ রানে জিতে নিয়েছিল ইংল্যান্ড। সোমবার সকালে ব্রিস্টলে গ্রেফতার হন বেন স্টোকস।

Advertisement

আরও পড়ুন

প্যাট কামিন্সের পরিবর্তে ভারতে আসছেন অ্যান্ড্রু টাই

Advertisement

দলীপ অভিষেকেই সেঞ্চুরি, সচিনকে ছুঁলেন পৃথ্বী

স্টোকসের সঙ্গে ছিলেন অ্যালেক্স হেলসও। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এই দু’জনের বাদ যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইসিবি প্রধান অ্যান্ড্রু স্ট্রস বলেন, ‘‘বেন স্টোকস ও অ্যালেক্স হেলস ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী কাল খেলছে না।’’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘’ব্রিস্টলে একটি ঘটনাকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর, সোমবার সকালে গ্রেফতার হয়েছিল বেন স্টোকস। সারা রাত তাকে গ্রেফতার করে রাখা হয়েছিল। পরে কোনও চার্জ না দিয়েই ছেড়ে দেওয়া হয়। কিন্তু তদন্ত চলবে বলে জানিয়েছে।’’

সেই সময় স্টোকসের সঙ্গে ছিলেন হেলসও। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি হেলস। ফিরে গিয়েছেন ব্রিস্টলে। এই তদন্তে পুলিশকে সাহায্য করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন