স্টোকসের নজির

ভারতীয় উপমহাদেশে ইংরেজ অলরাউন্ড পারফরম্যান্সের নজির গড়লেন বেন স্টোকস। প্রথমে চার উইকেট এবং পরে ১৫১ বলে ৮৫— দুইয়ের জোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল জায়গায় ইংল্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:১৯
Share:

ভারতীয় উপমহাদেশে ইংরেজ অলরাউন্ড পারফরম্যান্সের নজির গড়লেন বেন স্টোকস। প্রথমে চার উইকেট এবং পরে ১৫১ বলে ৮৫— দুইয়ের জোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল জায়গায় ইংল্যান্ড। তৃতীয় দিন ২২১-৫ স্কোরে শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে তাদের ২৪৮ অলআউট করে দেয় স্টোকসের রিভার্স সুইং। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যখন ৬৪-৫ এবং ম্যাচ তাদের হাতের প্রায় বাইরে, তখন ব্যাট হাতেও হাল ধরেন তিনি। তাঁর সৌজন্যে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২৮-৮। লিড ২৭৩। জনি বেয়ারস্টোর (৪৭) সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৭ জুড়ে ইংল্যান্ডকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন স্টোকস। পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (৫-৭৯)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement