Sachin Tendulkar

বোথামদের গ্রহে থাকবে স্টোকস, ঘোষণা সচিনের

নিজের ক্রিকেটজীবনে খুব হইচই করে আগ্রাসন দেখানোয় বিশ্বাসী ছিলেন না সচিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ০৭:৩৮
Share:

ছবি এপি।

অধিনায়ক বেন স্টোকসে পূর্ণ আস্থা রয়েছে সচিন তেন্ডুলকরের। আর এক কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপচারিতায় সচিন বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট এবং ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। সেখানে লারাই তাঁকে প্রশ্ন করেন স্টোকস নিয়ে। সচিনের জবাব, ‘‘স্টোকস এমন এক জন ক্রিকেটার, যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই গুণ আমরা অনেক বার দেখেছি।’’ যোগ করেন, ‘‘স্টোকস আগ্রাসী ক্রিকেটার। ইতিবাচক ভঙ্গি রয়েছে। যেটুকু রক্ষণাত্মক হতে হয়, সেটা দলের জন্য। আমি সব সময় বিশ্বাস করি, নিয়ন্ত্রিত আগ্রাসনই ঠিক পথ।’’

Advertisement

নিজের ক্রিকেটজীবনে খুব হইচই করে আগ্রাসন দেখানোয় বিশ্বাসী ছিলেন না সচিন। সেঞ্চুরি পূর্ণ করেও খুব নিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রদর্শন দেখা যেতে তাঁর থেকে। স্টোকসের আগ্রাসন পছন্দ সচিনের। বলছেন, ‘‘আমি যতটুকু দেখেছি, ওর আগ্রাসনের মধ্যেও একটা নিয়ন্ত্রিত ভাব রয়েছে। সেটা ভাল দিক।’’

১১৭ দিন পরে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরল সাউদাম্পটনে। সন্তানের জন্মের কারণে স্ত্রীর পাশে থাকবেন বলে এই টেস্টে খেলছেন না জো রুট। তাঁর জায়গায় অধিনায়ক বাছা হয়েছে স্টোকসকে। তবে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক জেসন হোল্ডারও অলরাউন্ডার এবং তাঁর প্রশংসাও শোনা যায় সচিনের মুখে। একশো সেঞ্চুরির মালিক বলেন, ‘‘জেসন হোল্ডার খুবই ভাল অলরাউন্ডার। কিন্তু ওর প্রাপ্য স্বীকৃতিটা পায় না। বোলিংয়ে তো অবদান রাখেই, ব্যাট হাতেও দলের প্রয়োজনে ৫০-৫৫ রানের ইনিংস খেলে দেয়।’’

Advertisement

স্টোকসকে নিয়ে তিনি আরও বলেন, ‘‘যেখানে ও ছিল আর এখন যেখানে পৌঁছেছে, এই যাত্রাটাই প্রমাণ করে ও কতটা মানসিক ভাবে শক্তিশালী।’’ এমনও বলেন যে, ‘‘ফিরে তাকিয়ে হয়তো অনেকেই বলবে, ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিনটফ, বেন স্টোকস— এরাই ইংল্যান্ডের হয়ে খেলা সব চেয়ে ভাল অলরাউন্ডার।’’

এ দিনই মুম্বইয়ের একটি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে প্লাজমা ডোনেশন সেন্টারের উদ্বোধনও করেন সচিন। দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র সব চেয়ে উপরে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন