Sports News

ছ’বছর পর আবার বাংলার ঘরে সন্তোষ ট্রফি

কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। অতিরিক্ত সময়ে মনবীর সিংহর একমাত্র গোলেই গোয়ার মাটিতেই গোয়াকে হারিয়ে শহরে ফিরছেন টিম বাংলা। তাও আবার ছ’বছর পর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ২৩:০৩
Share:

চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলা দল। -নিজস্ব চিত্র।

কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। অতিরিক্ত সময়ে মনবীর সিংহর একমাত্র গোলেই গোয়ার মাটিতেই গোয়াকে হারিয়ে শহরে ফিরছেন টিম বাংলা। তাও আবার ছ’বছর পর।

Advertisement

৯০ মিনিট গোলশূন্য থাকার পর গোয়ায় বেম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর ১১৯ মিনিটেই বাজিমাত বাংলার হয়ে এক প়ঞ্জাব তনয়ের। এদিন ঘরের দলকে সমর্থধন করতে স্টেডিয়াম ভরিয়েছিলেন গোয়ার সমর্থকরা। কিন্তু হতাশ হতে হল। সন্তোষ ট্রফির ফাইনাল আবার প্রমাণ করল এখনও ভারতীয় ফুটবলের পাওয়া হাউস এই দুই রাজ্যই।

আরও খবর: কোচি অপছন্দ, গুয়াহাটি পছন্দ, এ বার পালা যুবভারতীর

Advertisement

প্রথম থেকেই হোম টিমের বিরুদ্ধে ম্যাচের দখল নিজেদের কাছেই রেখেছিল বাংলা। বসন্ত সিংহর হেড ক্রসবারে লেগে ফেরে। তার পরই বাজিমাত মনবীরের। যখন সাইখন রোনাল্ড সিংহর বল ধরে তাঁর বাঁ পায়ের শট চলে যায় গোলে। বিট হয়ে যান গোয়ার দুই ডিফেন্ডার। আর তার পরই পুরো স্টেডিয়াম নেমে আশে নিস্তব্ধতা। গোয়া ভেবেছিল ম্যাচকে নিয়ে যাবে টাইব্রেকারে। কিন্তু তেমনটা হল না। মনবীর সিংহর বাবাও ১৯৮০তে পঞ্জাবের হয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বার সেই পথেই হাঁটলেন ছেলে। তবে বাংলার হয়ে। এই নিয়ে ৩২বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন