ছিটকে গেল বাংলা

বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠার সব রাস্তাই বন্ধ হয়ে গেল বাংলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০৪:২৭
Share:

—ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠার সব রাস্তাই বন্ধ হয়ে গেল বাংলার। শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে জিততে পারলে তবুও অঙ্কের বিচারে টিকে থাকার সুযোগ ছিল মনোজ তিওয়ারিদের কাছে। কিন্তু ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় আর কোনও আশাই থাকল না সাইরাজ বাহুতুলের দলের।

Advertisement

চেন্নাইয়ে বৃষ্টির কারণে গ্রুপ ‘সি’-র এই ম্যাচ অনেক দেরিতে শুরু হয়। এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচটি ২১ ওভারের করা হয়। এই ২১ ওভারে ৯ হারিয়ে ১৪০ রান তোলে বাংলা। হরিয়ানা ১৪ ওভারে ৬৯-৬ তোলার পরে ফের বৃষ্টি নামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে সাত ম্যাচ খেলে বাংলার পয়েন্ট এখন ১৪। সেই ষষ্ঠ স্থানেই রয়েছে তাঁরা। বাকি দু’টি ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ২২। শীর্ষে থাকা হরিয়ানা ও ঝাড়খণ্ডের পয়েন্ট ইতিমধ্যেই ২৪। তাই অঙ্কের হিসেবেও আর কোনও ভাবে কোয়ার্টার ফাইনালের দৌড়ে থাকা হচ্ছে না বাংলার। সেরা দুইয়ের লড়াইয়ে থাকল সার্ভিসেস-ও। তাদের পয়েন্ট এখন ২২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন