জাতীয় টেবল টেনিসে বাংলার পদক জয় নিশ্চিত

বাংলার মেয়েরা এগোলেও হেরে গেলেন রণিত ভঞ্জরা। বাংলার ছেলেরা  হারলেন উত্তরপ্রদেশের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৪:০৪
Share:

ব্রোঞ্জ জয় নিশ্চিত বাংলার মেয়েদের। প্রতীকী ছবি।

কটকে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় দলগত বিভাগে পদক নিশ্চিত করলেন বাংলার মেয়েরা। কোয়ার্টার ফাইনালে প্রাপ্তি সেন, কীর্তিকা সিংহ রায়, ঐহিকা মুখোপাধ্যায়রা ৩-২ ফলে হারালেন তামিলনাড়ুকে। তাই তাদের ব্রোঞ্জ জয় নিশ্চিত।

Advertisement

বাংলার মেয়েরা এগোলেও হেরে গেলেন রণিত ভঞ্জরা। বাংলার ছেলেরা হারলেন উত্তরপ্রদেশের কাছে। সেমিফাইনালে উত্তরপ্রদেশের মুখোমুখি হয় হরিয়ানা। যে দলে বঙ্গসন্তানই বেশি। বাংলার টেবল টেনিস কর্তাদের কাজে বিরক্ত হয়ে জিৎ চন্দ্র, সৌরভ দাসরা এখন খেলছেন হরিয়ানায়।

পদক নিশ্চিত করলেন মৌমা দাসও। তিনি মণিকা বাত্রাদের সঙ্গে খেলছেন অফিস দল পেট্রোলিয়াম স্পোর্টস কন্ট্রোল বোর্ডের হয়ে। মৌমারা হারান মহারাস্ট্র ‘বি’ দলকে। শেষ চারে প্রতিপক্ষ মহারাস্ট্র ‘এ’ দল। মৌমা দলগত বিভাগে খেললেও পৌলমী ঘটক সুযোগ পাননি দলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন