মাঠে নামার আগেই হুঙ্কার মনোজের

সিএবি কর্তাদের একাগ্র প্রচেষ্টায় বুধবার রাতেই বোর্ড জানিয়ে দিয়েছে মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহার রঞ্জি সেমিফাইনাল ম্যাচ খেলতে কোনও বাধা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:২৮
Share:

রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রতিপক্ষ গৌতম গম্ভীর, ঋষভ পন্থ-দের দিল্লি। সেই ম্যাচ খেলতে পুণেতে পা দেওয়ার আগেই বুধবার মানসিক ভাবে একপ্রস্ত চাঙ্গা বাংলা শিবির।

Advertisement

সিএবি কর্তাদের একাগ্র প্রচেষ্টায় বুধবার রাতেই বোর্ড জানিয়ে দিয়েছে মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহার রঞ্জি সেমিফাইনাল ম্যাচ খেলতে কোনও বাধা নেই। এ দিন রাতে এই খবর সিএবি-তে আসতেই উল্লসিত বাংলা শিবির। যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলছেন, ‘‘মঙ্গলবার ঋদ্ধি-শামিকে দলে পাওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলাম আমরা। তার পরে এ দিন এই ব্যাপারে একাধিক বার কথা হয়েছে বোর্ডের সঙ্গে। শেষ পর্যন্ত ঋদ্ধিদের খেলার ছাড়পত্র মেলায় আমরা খুশি।’’

বাংলার শামি ও ঋদ্ধি-লাভের আগেই অবশ্য, হুঙ্কার ছেড়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি। বাংলা অধিনায়ক বলছেন, ‘‘শেষ বার যখন দিল্লির বিরুদ্ধে খেলেছিলাম, তখন ওদের ফলো অন করিয়েছিলাম। ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়েছিল বাংলা। আশা করি, সেটা এখনও ভোলেনি দিল্লি। যদি ওরা ভুলে যায়, তা হলে মাঠেই সেটা মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা। ফলে একটা মানসিক চাপ থাকবেই দিল্লি শিবিরে।

Advertisement

তার মানে কি পুণের মাঠে সেমিফাইনাল ম্যাচে গৌতম গম্ভীরদের বিরুদ্ধে স্লেজিং যুদ্ধের জন্যও তৈরি হচ্ছে বাংলা? জানতে চাওয়া হলে বাংলা অধিনায়ক এ দিন কোনও উত্তর দেননি। বরং বলে দেন, ‘‘আমাদের বোলাররা যথেষ্ট ভাল পারফর্ম করছে। তার সঙ্গে দলের এক থেকে সাত নম্বর ব্যাটসম্যানও শতরান করেছে এ বার। ফলে দিল্লি ম্যাচের জন্য পুরোপুরি তৈরি আমরা।’’ একই সঙ্গে বাংলার অধিনায়ক বলে দেন, ‘‘আমি বা কোচ সাইরাজ বাহুতুলে ইতিমধ্যেই ড্রেসিংরুমে সেমিফাইনাল শব্দটা উচ্চারণ করা বন্ধ করে দিয়েছি। দলে অনেক জুনিয়র ছেলে রয়েছে। তারা যাতে ‘সেমিফাইনাল ম্যাচ’ শব্দটা বার বার শুনে যাতে চাপে না পড়ে যায়, তাই এই ব্যবস্থা।’’

বৃহস্পতিবারই সেমিফাইনাল খেলতে পুণে উড়ে যাচ্ছে বাংলা। গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা-দের বিরুদ্ধে পাল্টা রণনীতি তৈরি সম্পর্কে মনোজ বলছেন, ‘‘আমরা যেমন ওদের দুর্বলতা জানি, তেমন ওরাও আমাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। ম্যাচের আগে ওদের ম্যাচের ভিডিও খুঁটিয়ে দেখব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন