বেঙ্গালুরুর ১৮০, বিরাট একাই ১০০

আবার জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। একাই ঝড় তুললেন বেঙ্গালুরু ব্যাটিংয়ে। উড়িয়ে দিলেন গুজরাত বোলারদের। ওয়াটসনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন। ওয়াটসন ফিরে গেলেন ৬ রান করেই। ডি ভিলিয়ার্সও ফিরলেন ২০তে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ১৮:১৬
Share:

আবার জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। একাই ঝড় তুললেন বেঙ্গালুরু ব্যাটিংয়ে। উড়িয়ে দিলেন গুজরাত বোলারদের। ওয়াটসনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন। ওয়াটসন ফিরে গেলেন ৬ রান করেই। ডি ভিলিয়ার্সও ফিরলেন ২০তে। এমন অবস্থায় বিরাটকে সঙ্গ দিলেন লোকেশ রাহুল। ৫১ রান করে অপরাজিত থাকলেন লোকেশ। উল্টোদিকে তখন বিরাট রাজ চলছে। ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে বিরাট থামলেন ১০০ রানে। টি২০র সফলতম ব্যাটসম্যানের ব্যাট থেকে এটাই হল প্রথম শতরান। গড় দেখলে অবশ্য তা বোঝা মুশকিল। কিন্তু এটাই সত্যি।

Advertisement

থামলেন না থামতে বাধ্য হলেন। ওভার যে শেষ। না হলে যে গতিতে তাঁর ব্যাট চলছিল তাতে ওয়ান ডে হলে ডবল সেঞ্চুরিও হতে পারত। তবে এদিন ৬৩ বলে করে ফেললেন ১০০ রান। থাকলেন অপরাজিত। মাত্র ২ উইকেটে দলের রানকে নিয়ে গেলেন ১৮০তে।

আরও খবর

Advertisement

হ্যাপি বার্থ ডে, সচিন পর্বতের শৃঙ্গগুলিকে ফিরে দেখা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন