কোহালি-ডি’ভিলিয়ার্সের দাপটে হার নাইটদের

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠালেন বিরাট কোহালি। কেকেআর দলে কোনও পরিবর্তন নেই। বেঙ্গালুরুতে বরুণ অ্যারনের জায়গায় এলেন ইকবাল আবদুল্লাহ। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে কলকাতা।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৯:৪৪
Share:

কলকাতা নাইট রাইডার্স ১৮৩/৫ (২০ ওভার)

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮৬/১ (১৮.৪/২০ ওভার)

৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় বেঙ্গালুরুর।

Advertisement

ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে ৯ উইকেটে হার কলকাতার। বিরাট কোহালি ও এবি ডি’ভিলিয়ার্সের জোড়া হাফ সেঞ্চুরির কাছে অকেজ হয়ে গেলেন গৌতম গম্ভীর ও মনীশ পাণ্ডের জোড়া হাফ সেঞ্চুরি। বেঙ্গালুরুর একমাত্র উইকেটটি নিলেন সুনীল নারিন। ৪৯ রান করে ফর্মে ফিরলেন গেইল। টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহালি। কেকেআর দলে কোনও পরিবর্তন নেই। বেঙ্গালুরুতে বরুণ অ্যারনের জায়গায় এলেন ইকবাল আবদুল্লাহ। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে কলকাতা। গৌতম গম্বীর ও মনীশ পাণ্ডে হাফ সেঞ্চুরি করে আউট হন। ৩৯ রান করে অপরাজিত থাকেন রাসেল। বেঙ্গালুরুর হয়ে জোড়া উইকেট নিলেন অরবিন্দ। একটি করে উইকেট আবদুল্লাহ ও জাহালের। রান আউট হলেন গৌতম গম্ভীর।

• ৭৫ রানে কোহালি ও ৫৯ রানে অপরাজিত থাকলেন ডি’ভিলিয়ার্স।

• চাওলাকে বাউন্ডারি মেরে বেঙ্গালুরুকে জয় এনে দিলেন ডি’ভিলিয়ার্স।

• রাসেলকে কোহালির ছক্কা।

• ৫৫তে ডি’ভিলিয়ার্স ও ৬৬তে ব্যাট করছেন কোহালি।

• এই ওভার থেকে এল ১৬ রান।

• ১৮ ওভারে বেঙ্গালুরু ১৭৩/১।

• ডি’ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরি।

• রাজপুতকে কোহালির বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১৩ রান।

• ১৭ ওভারে বেঙ্গালুরু ১৫৭/১।

• ৫২ রানে বিরাট ও ৪১ রানে ডি’ভিলিয়ার্স ব্যাট করছেন।

• ১৬ ওভারে বেঙ্গালুরু ১৪৪/১।

• নারিনকে ডি’ভিলিয়ার্সের ছক্কা।

• ১৫ ওভারে বেঙ্গালুরু ১৩৫/২।

• সাকিবকে ডি’ভিলিয়ার্সের ছক্কা।

• ৩৭ বলে ৫০ রান করলেন তিনি।৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি রয়েছে এই ইনিংসে।

• বিরাট কোহালির হাফ সেঞ্চুরি।

• হাফ সেঞ্চুরির সামনে বিরাট কোহালি।

• এই ওভার থেকে ১৩ রান এল।

• ১৪ ওভারে বেঙ্গালুরু ১২৫/১।

• চাওলার বলে কোহালির ওভার বাউন্ডারি।

• ১৩ ওভারে বেঙ্গালুরু ১১২/১।

• সাকিবকে ডি’ভিলিয়ার্সের ছক্কা।

• ১২ ওভারে বেঙ্গালুরু ১০১/১।

• ১১ ওভারে বেঙ্গালুরু ৯৬/১।

• বল করতে এলেন সাকিব।

• ১০ ওভারে বেঙ্গালুরু ৯১/১।

• নারিনকে কোহালির বাউন্ডারি।

• ২২ রানে ব্যাট করছেন কোহালি ও ১০ রানে ডি’ভিলিয়ার্স।

• ৯ ওভারে বেঙ্গালুরু ৮২/১।

• রাজপুতকে ডি’ভিলিয়ার্সের জোড়া বাউন্ডারি।

• ব্যাট করতে এসেছেন এবি ডি’ভিলিয়ার্স।

• ৮ ওভারে বেঙ্গালুরু ৭২/১।

• করলেন ৪৯ রান।

• নারিনকে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট গেইল।

• ৭ ওভারে বেঙ্গালুরু ৬৫/০।

• রাজপুতের ওভারে মাত্র ২ রানই নিতে পারল বেঙ্গালুরু।

• এই ওভারেও ছক্কা হাঁকালেন গেইল।

• ৬ ওভারে বেঙ্গালুরু ৬৩/০।

• বল করতে এসেছেন চাওলা।

• গেইলেন জোড়া বাউন্ডারি। এই ওভার থেকে এল ৯ রান।

• ৫ ওভারে বেঙ্গালুরু ৫৩/০।

• বল করতে এসেছেন সুনীল নারিন।

• এই ওভারে এল ১২ রান। মর্কেলের এই ওভারে গেইলের ব্যাট থেকে এল একটি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

• ৪ ওভারে বেঙ্গালুরু ৪৪/০।

• এই ওভার থেকে এল ১৭ রান।

৩ ওভারে বেঙ্গালুরু ৩২/০।

• রাসেলকে গেইলের জোড়া ওভার বাউন্ডারি।

• ২ ওভারে বেঙ্গালুরু ১৫/০।

• মর্কেলকে গেইলের জোড়া বাউন্ডারি।

• ১ ওভারে বেঙ্গালুরু ৭/০।

• বল করছেন আন্দ্রে রাসেল।

• বেঙ্গালুরুর ব্যাটিং শুরু।

• ব্যাট করতে এসেছেন ক্রিস গেইল ও বিরাট কোহালি।

• ব্যাট করতে নামছে বেঙ্গালুরু।

• ২০ ওভারে কলকাতা ১৮৩/৫।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৯ ওভারে কলকাতা ১৭১/৫।

• জর্ডনকে রাসেলের ওভার বাউন্ডারি।

• ১৮ ওভারে কলকাতা ১৬১/৫।

• রাসেলের ওভার বাউন্ডারি।

• সাকিবের ওভার বাউন্ডারি।

• ১৬ রানে ব্যাট করছেন আন্দ্রে রাসেল ও ৬ রানে সাকিব।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১৭ ওভারে কলকাতা ১৪৫/৫।

• এই ওভার থেকে এল ১৩ রান।

• ১৬ ওভারে কলকাতা ১৩৭/৪।

• ব্যাট করতে এসেছেন সাকিব আল হাসান।

• অরবিন্দকে রাসেলের ওভার বাউন্ডারি।

• টাইম আউট...

• অরবিন্দের বলে আবদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট সূর্যকুমার যাদব। করলেন মাত্র ৫ রান।

• আউট...

• ১৫ ওভারে কলকাতা ১২৪/৪।

• আউটের হাত থেকে বাঁচলেন যাদব।

• এসেই প্রথম বলে চাহালকে বাউন্ডারি সূর্য় কুমার যাদবের।

• ব্যাট করতে এসেছেন সূর্যকুমার যাদব ও আন্দ্রে রাসেল।

• চাহালের বলে ইউসুফ পঠানকে স্টাম্প আউট করলেন রাহুল। করলেন ৬ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ১১ রান।

• ১৪ ওভারে কলকাতা ১১৮/৩।

• অরবিন্দের বলে ডি’ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে আউট মনীশ পাণ্ডে। করলেন ৫০ রান।

• আউট...

• ১৩ ওভারে কলকাতা ১০৭/২।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১২ ওভারে কলকাতা ১০০/২।

• ওয়াটসনকে পাণ্ডের ওভার বাউন্ডারি।

• ব্যাট করতে এসেছেন ইউসুফ পঠান।

• ১১ ওভারে কলকাতা ৯১/২।

• ৫১ রান করে রান আউট হলেন গৌতম গম্ভীর।

• আউট...

• ১০ ওভারে কলকাতা ৮৭/১।

• ৯ ওভারে কলকাতা ৮২/১।

• ৮ ওভারে কলকাতা ৭৪/১।

• ৪২ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর। মনীশের রান ২৮।

• এই ওভার থেকে এল ১৬ রান।

• ৭ ওভারে কলকাতা ৬৭/১।

• চাহালের বলে পাণ্ডের ওভার বাউন্ডারি। গম্ভীরের জোড়া বাউন্ডারি।

• ৩০ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর। মনীশ পাণ্ডে ব্যাট করছেন ১৯ রানে।

• এই ওভারে এল ৯ রান।

• ৬ ওভারে কলকাতা ৫১/১।

• ওয়াটসনের ওভারে জোড়া বাউন্ডারি।

• এই ওভারে এল ৯ রান।

• ৫ ওভারে কলকাতা ৪২/১।

• চতুর্থ ওভারে তিনটি বাউন্ডারির সৌজন্যে কলকাতা ১৫ রান নিল।

• ৪ ওভারে কলকাতা ৩৩/১।

• আবার বাউন্ডারি । এবার পাণ্ডের।

• অরবিন্দকে গম্ভীরের বাউন্ডারি।

• এই ওভারে এল ৪ রান।

• ব্যাট করতে এসেছেন পাণ্ডে।

• ৩ ওভারে কলকাতা ১৮/১।

• ইকবাল আবদুল্লাহর বলে তাঁকেই ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন রবিন উথাপ্পা। করলেন মাত্র ২ রান।

• আউট...

• ১২ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর ও ২ রানে রবিন উথাপ্পা।

• শেষ বলে অরবিন্দকে গম্ভীরের বাউন্ডারি।

• প্রথম ওভারে ৮ রানের পর এই ওভার থেকে এল ৬ রান।

• ২ ওভারে কলকাতা ১৪/০।

• বেঙ্গালুরুর দ্বিতীয় বোলার হিসেবে এলেনশ্রীনাথ অরবিন্দ।

• ১ ওভারে কলকাতা ৮/০।

• বিনিকে গম্ভীরের বাউন্ডারি।

• কেকেআর -এর জয় দেখতে না বিরাট কোহালির ব্যাটিং দেখতে এদিন ইডেন ভরিয়েছেন প্রায় ৫০ হাজার দর্শক। সঙ্গে আছেন ডি’ভিলিয়ার্সও।

• বেঙ্গালুরুর হয়ে প্রথম বল করতে এসেছেন স্টুয়ার্ট বিনি।

• ব্যাট করছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন