কেরলের বিরুদ্ধে নাটকীয় জয় সুনীলদের

দিল্লির কোচ মিগুয়েল অ্যাঙ্খেল পর্তুগাল বলেছেন, ‘‘পর পর জয় ড্রেসিংরুমের আবহ সম্পূর্ণ বদলে গিয়েছে। সকলেই দারুণ উচ্ছ্বসিত। পুণের বিরুদ্ধেও জয়ের জন্য ঝাঁপাব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০১:১৩
Share:

উল্লাস: গোলের পরে মিকুকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি:আইএসএল

তিন মিনিটে দুই গোল। রুদ্ধশ্বাস ম্যাচে কেরল ব্লাস্টার্স এফসি-কে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ গ্রুপ পর্বের খেলা শেষ করল বেঙ্গালুরু এফসি।

Advertisement

বৃহস্পতিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম কেরল ম্যাচ গোলশূন্য ভাবেই শেষ হওয়ার দিকে এগোচ্ছিল। কিন্তু চতুর্থ রেফারি ইনজুরি টাইমের বোর্ড দেখানোর সঙ্গে সঙ্গেই নাটকীয় ভাবে বদলে যায় ছবিটা। ৯১ মিনিটে গোল করে প্রথমে বেঙ্গালুরুকে এগিয়ে দেন নিকোলাস ফেদর ফ্লোরেস (মিকু)। দু’মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল উদান্ত সিংহের। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলেন সুনীল ছেত্রীরা।

আজ, শুক্রবার ঘরের মাঠে এফসি পুণে সিটি-কে হারিয়ে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মরিয়া দিল্লি ডায়নামোজ এফসিও। সপ্তাহখানেক আগেও দিল্লির পারফরম্যান্স বিস্মিত করেছিল ফুটবলপ্রেমীদের। ১৫টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিলেন প্রীতম কোটালরা। কিন্তু শেষ দু’টো ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন দিল্লির। ঘরের মাঠে প্রথমে এটিকে-র বিরুদ্ধে ৪-৩ রুদ্ধশ্বাস জয়। পরের ম্যাচে শেষ চারের দৌড়ে থাকা মুম্বই সিটি এফসি-কে ৫-১ উড়িয়ে দেয় দেন কালু উচে-রা।

Advertisement

দিল্লির কোচ মিগুয়েল অ্যাঙ্খেল পর্তুগাল বলেছেন, ‘‘পর পর জয় ড্রেসিংরুমের আবহ সম্পূর্ণ বদলে গিয়েছে। সকলেই দারুণ উচ্ছ্বসিত। পুণের বিরুদ্ধেও জয়ের জন্য ঝাঁপাব।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এই ম্যাচে চাপে থাকবে ইতিমধ্যেই শেষ চারে পৌঁছে যাওয়া পুণে।’’

পুণে শিবিরের লক্ষ্য গোয়ার বিরুদ্ধে আগের ম্যাচে ০-৪ হারের ধাক্কা কাটিয়ে ওঠা। কোচ র‌্যাঙ্কো পোপোভিচ বলেছেন, ‘‘ম্যাচে হেরে যাওয়াটা বড় ব্যাপার নয়। সমস্যা হচ্ছে, জেতার ইচ্ছে না থাকা। আগের ম্যাচে আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল। গোয়ার বিরুদ্ধে জেতার কোনও ইচ্ছেই ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন