FIFA World Cup 2018

সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের সেরা পাঁচ গোল, কোনটা সেরা, বলুন আপনারা

রাশিয়া বিশ্বকাপে হয়েছে মনে রাখার মতো অনেক গোল। তার মধ্যে বেছে নেওয়া হল পাঁচটিকে। আপনারা কি বলছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১২:১৮
Share:

রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৬১ গোল হয়েছে।

ফুটবল গোলই আসল। অনেকটা রান্নায় নুনের মতো। যা না থাকলে বিস্বাদ লাগে ফুটবল। অতৃপ্তি থেকেই যায়।

Advertisement

এবারের বিশ্বকাপে যদিও অতৃপ্তির কোনও ব্যাপার নেই। রাশিয়া বিশ্বকাপের বাকি আর দুই ম্যাচ। তার মধ্যে হয়ে গিয়েছে ৬২ ম্যাচ। পরিসংখ্যান বলছে, মোট ১৬১ গোল হয়েছে এবার। ম্যাচ-প্রতি গড়ে গোল হয়েছে ২.৬। সবচেয়ে বেশি ১৪ গোল করেছে বেলজিয়াম। শনিবার তৃতীয় স্থানের ম্যাচে আরও গোল করতেই পারে এডেন অ্যাজারের দল।

যে কোনও বিশ্বকাপেই মনে রাখার মতো অজস্র গোল হয়। এবারও হয়েছে। কোনওটা দারুণ শট। কোনওটা দলগত প্রচেষ্টার ফসল। কোনওটা সেটপিস মুভমেন্ট থেকে। কোনওটা আবার কাউন্টার অ্যাটাক থেকে। কোনওটা অসাধারণ বুদ্ধিমত্তায়। কোনওটা দুর্দান্ত ড্রিবলে। কোনওটা রক্ষণের ব্যর্থতায়। কোনওটা গোলরক্ষকের ভুলে।

Advertisement

সেমিফাইনালের আগে পর্যন্ত এত গোলের মধ্যে সেরা পাঁচটিকে বেছে নেওয়া সহজ নয়। এই পাঁচের মধ্যে কোন গোলটি সেরা, জানাতে পারেন আপনারাও। অংশ নিন পোলে।

আরও পড়ুন: বিশ্বকাপ অধরা, সোনার বুটের লড়াইয়ে হ্যারি ও লুকাকু​

আরও পড়ুন: এক ঝাঁক উদ্বাস্তুর লড়াইয়ের ছবিটাই রাশিয়ার বড় প্রাপ্তি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন