Sports News

আমার দেখা সেরা পার্টনারশিপ: কোহালি

তৃতীয় টেস্টে জয় আসেনি কিন্তু যেটা এসেছে সেটা বড় প্রাপ্তি ভারতীয় ক্রিকেটের জন্য। চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহার পার্টনারশিপের দৌলতে ভারতের রান পৌঁছে গিয়েছিল ৬০০র ওপরে। আর সেটাকেই তাঁর দেখা সেরা ইনিংস বলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ২০:৩২
Share:

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি:পিটিআই।

তৃতীয় টেস্টে জয় আসেনি কিন্তু যেটা এসেছে সেটা বড় প্রাপ্তি ভারতীয় ক্রিকেটের জন্য। চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহার পার্টনারশিপের দৌলতে ভারতের রান পৌঁছে গিয়েছিল ৬০০র ওপরে। আর সেটাকেই তাঁর দেখা সেরা ইনিংস বলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ম্যাচ ড্র হয়েছে ঠিকই কিন্তু মাঠে থেকে অমন একটা ইনিংস সত্যি যে ব় প্রাপ্তি। পাশাপাশি ভোলেননি দুই ওপেনারের প্রশংসা করতেও। ম্যাচ শেষে বিরাট বলেন, ‘‘লোকেশ রাহুল ও মুরলী বিজয় দারুণ ব্যাট করেছে। কিন্তু পূজারা আর ঋদ্ধিমানের পার্টনারশিপ আমার দেখা সেরা।’’

Advertisement

আরও খবর: খেলা দেখতে রাঁচীর মাঠে হঠাৎ ধোনি, দেখুন ভিডিও

দলের প্লেয়ারদের প্রশংসা শোনা গেল পুরো সাংবাদিক সম্মেলনে। তাঁর মতে, পুরো দল তাঁদের ক্ষমতার বাইরে গিয়ে লড়াই করেছেন। বিশেষ করে পূজারা ও সাহা। বলেন, ‘‘যখন তুমি একটা ফর্ম্যাটে খেলছ তখন বাড়তি একাগ্রতা কাজ করে। পূজারা টেস্ট ব্যাটিংয়ে খুব ভাল। এটাই ওর সেরা ব্যাটিং। সাহা এই খেলাটা ওয়েস্ট ইন্ডিজেও খেলেছে। কলকাতায়ও খেলেছে। আর এখানে চাপের মুখে নিজের সেরাটা দিয়েছে। ওর জন্য দারুণ লাগছে। ও খুব ভাল, সব সময় হাসে। সবার সাফল্যেই উচ্ছ্বাস প্রকাশ করে।’’ জাডেজা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘‘জাডেজা অসাধারণ। টানা এত ভাল বল করছে ও। ও ওর ক্ষমতা জানে আর সে মতই খেলে যাচ্ছে।’’ কোহালির দাবি এই ভাবেই শেষ টেস্টও খেলবে ভারত। ‘‘ধরমশালার ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। অপেক্ষা সহ্য হচ্ছে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন