Shobha de on twitter

শোভা দে-র মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন বিন্দ্রা, সচিন

ভারতীয় অলিম্পিয়ানদের বিরুদ্ধে মুখ খুলে কোনঠাসা লেখিকা শোভা দে। সোমবার ভারতীয় হকি দলের জার্মানির কাছে হার ও অভিনব বিন্দ্রার শুটিংয়ে চতুর্থ হওয়ার পরই শোভা দে টুইট করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ১৯:১৯
Share:

ভারতীয় অলিম্পিয়ানদের বিরুদ্ধে মুখ খুলে কোনঠাসা লেখিকা শোভা দে। সোমবার ভারতীয় হকি দলের জার্মানির কাছে হার ও অভিনব বিন্দ্রার শুটিংয়ে চতুর্থ হওয়ার পরই শোভা দে টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘‘অলিম্পিক্সে ভারতীয় দলের লক্ষ্যটাই হল রিও যাও, সেলফি নাও, খালি হাতে ফিরে এস। এটা সম্পূর্ণ সুযোগ ও টাকার অপব্যবহার।’’ শোভা দের এই বক্তব্যে রীতিমতো স্তম্ভিত ভারতীয় ক্রীড়াজগত। অভিনব বিন্দ্রা শোভা দের এমন বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি টুইট করে বলেন, ‘‘শোভা দে এটা অন্যায়। আপনার দেশের অ্যাথলিটদের নিয়ে গর্ব করা উচিত। পুরো বিশ্বের বিরুদ্ধে ব্যাক্তিগত কৃতিত্বকে সম্মান জানানো উচিত ছিল।’’

Advertisement

জবাব পাল্টা জবাবে ততক্ষণে টুইটারে রীতিমতো আক্রমণের মুখে শোভা দে। বিন্দ্রার জবাবের পর শোভা দে আবার টুইট করে বলেন, ‘‘অলিম্পিক্স নিয়ে আমরা কেন এত মাথা ঘামাব।’’ এর পরই শোভা দে সরাসরি আক্রমণ না করলেও সচিন তেন্ডুলকর বুঝিয়ে দেন তিনিও বিষয়টি ভালভাবে নেননি। তিনি টুইট করেন, ‘‘অভিনব বিন্দ্রার কৃতিত্বে আমরা গর্বিত। দারুণ প্রচেষ্টা কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। তুমি আর কী করতে পার দেশের জন্য।’’

আরও খবর

Advertisement

ফেল্পসের পিঠে বেগুনি ছোপ কিসের?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement