Sports News

এ ভাবেও গোল খাওয়া যায়?

তাইল্যান্ডের অনূর্ধ্ব-১৮ একটি টুর্নামেন্টের ঘটনা। ২১ অক্টোবর মুখোমুখি হয়েছিল ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব ও শাস্ত্রী অ্যাংথং। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। এর পর টাইব্রেকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১৬:২৮
Share:

এই সেই পেনাল্টি গোল। ছবি: টুইটার।

উৎসবই কাল হল শেষ পর্যন্ত। ভেবেছিলেন গোল বেঁচে গেল। আর সেই উচ্ছ্বাসেই নিজের জায়গা ছেড়ে মাঝমাঠে পৌঁছে গিয়েছিলেন গোলকিপার। দলের সঙ্গে উৎসবে মেতেছিলেন। কিন্তু সেই সুযোগেই ক্রসবারে লেগে বেরিয়ে আসা বল গড়িয়ে গড়িয়ে চলে গেল গোলে। এমনটাও হয়? সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

Advertisement

আরও পড়ুন

মুসলিম ক্রিকেটার নেই কেন? জবাবে ভাজ্জি

Advertisement

রাত থেকে লাইন, টিকিট পেতে যুবভারতীর গেটে কাতারে কাতারে মানুষ

তাইল্যান্ডের অনূর্ধ্ব-১৮ একটি টুর্নামেন্টের ঘটনা। ২১ অক্টোবর মুখোমুখি হয়েছিল ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব ও শাস্ত্রী অ্যাংথং। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। এর পর টাইব্রেকার। ঐতিহাসিক এই টাইব্রেকারের ফল শেষ পর্যন্ত দাঁড়ায় ২০-১৯। কিন্তু দীর্ঘ এই টাইব্রেকার আরও গড়াতে পারত যদি না গোলকিপার উচ্ছ্বাসে জায়গা ছেড়ে বেরিয়ে যেতেন। ব্যাঙ্কক স্পোর্টস যখন এই টাইব্রেকার নিতে যায় তখন ম্যাচের ফল ১৯-১৯। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরতেই প্রতিপক্ষের গোলকিপার উচ্ছ্বাসে গোল ছেড়ে বেরিয়ে যান। আর তখনই সেই গোলকিপার দেখতে পান সেই বল চলে যাচ্ছে ফাঁকা গোলে। কিন্তু তিনি আর ফেরার সময় পাননি।

দেখুন সেই ভিডিওর টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement