মেসিকে অভিনন্দন মুগ্ধ পেলের

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে লিভারপুলের বিরুদ্ধে ফ্রি-কিকে লিয়োনেল মেসির গোল দেখে শুধু ফুটবলপ্রেমীরা নন, মুগ্ধ পেলেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ০২:৪৪
Share:

ছবি এএফপি।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে লিভারপুলের বিরুদ্ধে ফ্রি-কিকে লিয়োনেল মেসির গোল দেখে শুধু ফুটবলপ্রেমীরা নন, মুগ্ধ পেলেও। উচ্ছ্বসিত ফুটবল সম্রাট বার্সেলোনা তারকার গোল করার সেই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘‘৬০০তম গোল করার জন্য অভিনন্দন তোমাকে। যে ভাবে তুমি গোল করেছো, তা অতুলনীয়।’’ অভিভূত জোসে মোরিনহোও। ফুটবল ঈশ্বর আখ্যা দিলেন মেসিকে!

Advertisement

রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোরিনহো বলেছেন, ‘‘ক্যাম্প ন্যু-তে লিভারপুল দারুণ সাহসী ফুটবল খেলেছিল। কিন্তু পার্থক্য গড়ে দেয় ফুটবল ঈশ্বর একাই। মেসি অনবদ্য।’’

ম্যানেজার হিসেবে এখনও পর্যন্ত ২৭ বার বার্সেলোনার মুখোমুখি হয়েছেন দ্য স্পেশ্যাল ওয়ান। জিতেছেন আটবার। হেরেছেন ১০ বার। ড্র করেছেন ন’বার। মোরিনহোর মতে এই মুহূর্তে বার্সেলোনাকে হারানো একেবারেই সহজ নয়। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, এ বারের চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যু-তে বার্সেলোনাকে হারানোর ক্ষমতা খুব দলের আছে।’’ ফুটবল বিশেষজ্ঞেরা মনে করছেন প্রথম পর্বে ০-৩ হারের ধাক্কা ভুলে লিভারপুলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। মোরিনহোও একমত তাঁদের সঙ্গে। তাঁর কথায়, ‘‘লিভারপুলকে ফাইনালে উঠতে হলে অন্তত ৪-০ জিততেই হবে দ্বিতীয় পর্বের ম্যাচে।’’ পাশাপাশি তাঁর সমালোচনা করায় ইংল্যান্ডের দুই প্রাক্তন ফুটবলার গ্যারি নেভিল ও পল স্কোলসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

লিভারপুলকে উড়িয়ে দিয়ে ষষ্ঠ ব্যালন ডি’ওর জয়ের পথেও মেসি একধাপ এগিয়ে গেলেন। এ বার আর্জেন্টিনা তারকার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে। কিন্তু বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কুপ দে ফ্রান্স ফাইনালে লাল কার্ড দেখে তিন ম্যাচ নির্বাসিত হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গিয়েছে এমবাপের দল প্যারিস সাঁ জারমাঁ। ফরাসি লিগে মাত্র দু’টি ম্যাচ বাকি রয়েছে পিএসজি-র। লা লিগায় বার্সেলোনার বাকি রয়েছে তিনটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে মেসিরা খেলবেন দু’টো ম্যাচ। এ ছাড়াও কোপা দেল ফাইনাল রয়েছে। অর্থাৎ, ছয়টি ম্যাচ রয়েছে মেসির সামনে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের অনুমান, লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় মেসিকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তাতেও অবশ্য এমবাপের চেয়ে এগিয়ে থাকবেন মেসি। চলতি মরসুমে এখনও পর্যন্ত ফরাসি তারকা ৩০টি গোল করেছেন। মেসি করেছেন ৩৪টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন