টুকরো খবর

সেঞ্চুরি করে গ্যালারির দিকে ফ্লাইং কিস বিরাট কোহলির। স্ট্যান্ডিং ওভেশন বান্ধবী অনুষ্কা শর্মার। মুখে লাজুক হাসি। মাস তিনেক আগের ছবিটা বিশ্বকাপে আবার দেখার আশা এখনও মেটেনি তারকা ভারতীয় ক্রিকেটারের সমর্থকদের। তবে বিরাটের মতো বান্ধবীও যে ছক্কা মারতে পারেন সেটা বোঝা গেল সোমবার! গত বছর ইংল্যান্ড সফরে থাকলেও এখন বোর্ডের ফতোয়ায় অনুষ্কার যাওয়া হয়নি বিশ্বকাপে।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৫ ০৩:৩৭
Share:

বিরাটের ফর্মের জন্য আমি দায়ী হব কেন, বলছেন অনুষ্কা

Advertisement

সেঞ্চুরি করে গ্যালারির দিকে ফ্লাইং কিস বিরাট কোহলির। স্ট্যান্ডিং ওভেশন বান্ধবী অনুষ্কা শর্মার। মুখে লাজুক হাসি। মাস তিনেক আগের ছবিটা বিশ্বকাপে আবার দেখার আশা এখনও মেটেনি তারকা ভারতীয় ক্রিকেটারের সমর্থকদের। তবে বিরাটের মতো বান্ধবীও যে ছক্কা মারতে পারেন সেটা বোঝা গেল সোমবার! গত বছর ইংল্যান্ড সফরে থাকলেও এখন বোর্ডের ফতোয়ায় অনুষ্কার যাওয়া হয়নি বিশ্বকাপে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে না গেলেও বিরাট কোহলি নিয়ে যাবতীয় কৌতূহলে তিনি ভীষণ ভাবে আছেন। বলা হয় ইংল্যান্ড সফরে তাঁর উপস্থিতি বিরাটের ফোকাস নড়িয়ে দিয়েছিল। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের সেই সফরে জঘন্য পারফরম্যান্সের জন্য তিনিই দায়ী। সোমবার একটি টিভি চ্যানেলে প্রশ্নটা শুনেই ছক্কা হাঁকানোর ভঙ্গিতে অনুষ্কার পাল্টা প্রশ্ন, “মাঠে বিরাটের পারফরম্যান্সের জন্য আমি দায়ী হতে যাব কেন?” স্পষ্টতই বিরক্ত অনুষ্কা এর পর বলে দেন, “আমার জন্য বিরাটের ফোকাস নষ্ট হয়েছে এটা মান্ধাতা আমলের ভাবনা।” তবে অনুষ্কা যাই বলুন বিশ্বকাপে বিরাটের মাথায় যে বান্ধবীই ঘুরছে তার ইঙ্গিত স্পষ্ট। দিন ক’য়েক আগেই এই নিয়ে বিতর্কেও জড়ান তিনি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে প্র্যাকটিসে বিরাটের এক ভারতীয় সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা প্রবল বিতর্ক তৈরি করেছিল। যার পিছনে কিন্তু ছিল অনুষ্কাকে নিয়ে লেখা একটি রিপোর্ট।

Advertisement

আমিনের চালে সরলেন মোদী

নাটকীয় ভাবে অনাস্থা প্রস্তাব পাশ করিয়ে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে সরানো হল ললিত মোদীকে। নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে ঘোরতর মোদী-বিরোধী আমিন পাঠান। মোদী গোষ্ঠীর অভিযোগ, এ দিনের বিশেষ সাধারণ সভায় আসার পথে সশস্ত্র গুণ্ডাবাহিনীর আক্রমণে তাঁদের সদস্যরা আহত হন। সটান বিরোধীদের দিকে আঙুল তুলে মোদী ঘনিষ্ঠদের ক্ষোভ, বেআইনি ভাবে সদস্যদের সভায় ঢুকতে না দিয়ে ভোট প্রক্রিয়া প্রভাবিত করা হয়েছে। যা চ্যালেঞ্জ করে তাঁরা আদালতে যাবেন। সভা শুরুর সময়ে আসেননি, এই যুক্তিতে মোদী-ঘনিষ্ঠ বহু সদস্যকে ঢুকতে দেয়নি রাজস্থান স্পোর্টস কাউন্সিল। ৩৩ জেলা সদস্যের ২৩ জন হাজির ছিলেন। পাঁচ জনের সদস্যপদ নিয়ে বিবাদ থাকায় ১৮ জনের ভোটে মোদী হারেন ১-১৭। কিছু দিন আগে আমিন দাবি করেছিলেন, জরুরি সাধারণ সভা ডেকে প্রেসিডেন্ট মোদী, তাঁর ডেপুটি মেহমুদ আবদি, সচিব সৌমেন্দ্র তিওয়ারি, কোষাধ্যক্ষ পবন গয়ালকে সরানো হয়। মোদীরা আদালতে গেলে রাজস্থান হাইকোর্ট রাজ্য স্পোর্টস কাউন্সিল চেয়ারম্যান জেসি মোহান্তির তত্ত্বাবধানে অনাস্থা প্রস্তাব আনার নির্দেশ দিয়েছিল।

আবার বল হাতে। সোমবার হ্যামিলটনে রিচার্ড হ্যাডলি। ছবি: দেবাশিস সেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement