টুকরো খবর

আইএসএল দেখছেন রোজ। নিজে না খেললেও, ফুটবল বিশ্বের মহাতারকাখচিত এই ভারতীয় লিগ নিয়ে তাঁর উচ্ছ্বাস কম নয়। তবে আক্ষেপ একদমই নেই মোহনবাগানের হাইতি স্ট্রাইকার সোনি নর্ডির। বলছেন, “আইএসএল না খেলায় দুঃখ নেই। মোহনবাগানের হয়েই নিজের সেরা পারফরম্যান্স করতে চাই।”

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০৩:১৭
Share:

সবুজ-মেরুনে সই।—নিজস্ব চিত্র

আইএসএল নয়, বাগানেই মন সোনির

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আইএসএল দেখছেন রোজ। নিজে না খেললেও, ফুটবল বিশ্বের মহাতারকাখচিত এই ভারতীয় লিগ নিয়ে তাঁর উচ্ছ্বাস কম নয়। তবে আক্ষেপ একদমই নেই মোহনবাগানের হাইতি স্ট্রাইকার সোনি নর্ডির। বলছেন, “আইএসএল না খেলায় দুঃখ নেই। মোহনবাগানের হয়েই নিজের সেরা পারফরম্যান্স করতে চাই।”এ দিন বিকেল চারটের আগেই সবুজ-মেরুনে সই সারতে আইএফএ-তে চলে আসেন সোনি। সেখানে নাম নথিবদ্ধ করে বলে যান, “মোহনবাগানে সবাই খেলতে চায়। এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি এবং আমার গোটা পরিবার সুখী।” সোনি জানান, আসন্ন ক্যারিবিয়ান কাপে দেশের হয়ে খেলতে ৮ নভেম্বর শহর ছাড়ছেন। কলকাতায় ফিরেই কিংস কাপে খেলতে যাবেন ভুটান। এ দিন বিকেলে দক্ষিণ কলকাতার এক ক্লাবে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী এবং ফিজিও গার্সিয়াকে নিয়ে আলোচনায় বসেন বাগান টিডি সুভাষ ভৌমিক। ভুটান যাওয়ার আগে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সোমবার থেকে ফের অনুশীলন শুরু হচ্ছে বাগানে। কিংস কাপে খেলার জন্য ১৯ নভেম্বর শহর ছাড়বে মোহনবাগান। এ দিকে দুই প্রধানের সঙ্গে আলোচনার পর আইএফএ সচিব উত্‌পল গঙ্গোপাধ্যায় বলেন, “সারদা নিয়ে তদন্ত সংস্থাগুলোর কাজে হস্তক্ষেপ বা প্রভাব খাটানোর চেষ্টা করবে না আইএফএ। কলকাতা ময়দানে ফুটবলকে বাঁচাতে বিকল্প রাস্তা বার করার আবেদন করা হবে সংস্থাগুলোর কাছেই। সোমবারের মধ্যেই তা করা হবে আইএফএ-র তরফে।”

Advertisement

দলীপ ফাইনালে মধ্যাঞ্চলের প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদন

দলীপ ট্রফি ফাইনালের লড়াই জমিয়ে দিল মধ্যাঞ্চল! ফইজ ফজলের ৭২ এবং জলজ সাক্সেনার ৭১ রানের সৌজন্যে আপাতত পুরো ১১১ রানের ‘লিড’ তাদের। শুক্রবার, দলীপ ফাইনালের তৃতীয় দিন ৩৭৯ রান তুলে অল আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে ৫৯ রান দিয়ে চার উইকেট নিয়ে সবচেয়ে সফল অরিন্দম ঘোষ। ৬৭ রানে তিন উইকেট নেন পঙ্কজ সিংহ। দিনের শেষে মধ্যাঞ্চল ২১৪-৪।

ধূপগুড়িতে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা

ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ পশ্চিমবঙ্গ রাজ্য আন্তঃ জেলা বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং ধূপগুড়ি জোনের ব্যবস্থাপনায় ৫-৮ নভেম্বর এই প্রতিযোগিতা হবে। অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকা দু’টি বিভাগেই এই প্রতিযোগিতা হবে। ৫ নভেম্বর বেলা দুটোয় ধূপগুড়ি মিউনিসিপ্যাল ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন হবে। তার আগে ৩ নভেম্বর রাজগঞ্জে উত্তরবঙ্গের দু’টি জেলার স্কুল দল জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে খেলা হবে। জয়ী দলের সঙ্গে সেন্ট্রাল কলকাতা দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। অনূর্দ্ধ ১৭ বালিকাদের খেলা শুরু হবে ৬ নভেম্বর। খেলাগুলি ধূপগুড়ি মিউনিসিপ্যাল ময়দান, সুকান্ত মহাবিদ্যালয়ের মাঠ এবং গয়েরকাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিটি মাঠে প্রতিদিন দু’টো করে খেলা হবে। প্রতিদিন সকাল আটটায় এবং বেলা দু’টোয় খেলা শুরু হবে। জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব অলোক সরকার বলেন, “সমস্ত রাজ্য থেকে বালক বিভাগে আটটি জেলা ও বালিকা বিভাগে ১১টি জেলা দল যোগ নেবে।

ফিউচার্স ফাইনালে দুই ভারতীয়

শহরে আইটিএফ ফিউচার্সের ফাইনালে দুই ভারতীয় ডেভিসকাপার। শনিবার জয়দীপ মুখোপাধ্যায়ের অ্যাকাডেমিতে মুখোমুখি শ্রীরাম বালাজি এবং ভি রঞ্জিত। বালাজি সেমিফাইনালে এন প্রশান্তকে হারান ৬-১, ৫-৭, ৬-৩। রঞ্জিত ৬-৩, ৬-০ এগিয়ে থাকার সময় চিনা তাইপের চি হো ওয়াকওভার দেন। ডাবলস ফাইনালে বিষ্ণু বর্ধন-প্রশান্তকে ৬-৪, ৬-২ হারিয়ে বালাজি-রঞ্জিত চ্যাম্পিয়ন হওয়ায় দু’জনেই দ্বিমুকুটের দাবিদার।

দক্ষিণ আফ্রিকায় অর্জুন

দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। ওরলি ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৮ অধিনায়ক হিসেবে। ওরলির হয়েই গত বছর দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রান করে বাঁ-হাতি অর্জুন। আবার আজহারউদ্দিন-পুত্র মহম্মদ আসাদুদ্দিন উত্তরপ্রদেশ দলে নির্বাচিত হয়ে পীযূষ চাওলার নেতৃত্বে বিজয় হাজারে ট্রফি খেলবেন।

কবাডিতে সেরা শিলিগুড়ি

সারা বাংলা মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপে সেরা হয় শিলিগুড়ি দল। গত বুধবার পূর্ব মেদিনীপুর স্টেডিয়ামে খেলা হয়। ফাইনালে উত্তর ২৪ পরগনা জেলা দলকে তারা হারিয়েছে। শিলিগুড়ি মহকুমা কবাডি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নান্টু পাল জানান, শনিবার সকালে জয়ী দলের খেলোয়াড়রা শিলিগুড়ি ফিরলে সংবর্ধনা দেওয়া হবে।

মালালার জন্য

শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মালালা ইউসুফজাইয়ের নামে একটি টুর্নামেন্ট করছে পাক ক্রিকেট বোর্ড। ডিসেম্বরে অনূর্ধ্ব-২১ মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ হবে মালালার নামে। জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

গঙ্গারামপুরে শুক্রবার শেষ হল ৬০ তম রাজ্য স্কুল ভলিবল।

এক সময় যে জঙ্গলপথ ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল, সেখানেই হল মোটর র‌্যালি। শুক্রবার থেকে বেলপাহাড়ির
জঙ্গলপথে শুরু হয়েছে দু’দিনের জাতীয় স্তরের মোটর র‌্যালি। ‘ফেডারেশন অব মোটর স্পোর্টস্ ক্লাবস্ অব ইন্ডিয়া,
চেন্নাই’-এর সহযোগিতায় এই র‌্যালির আয়োজক ‘রামকৃষ্ণ রেস পারফরম্যান্স ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামে
একটি সংস্থা। মাওবাদী উপদ্রব শুরু হওয়ার পর থেকে জঙ্গলমহলে এমন র‌্যালির আয়োজন এই প্রথম। আয়োজক
স্থার অধিকর্তা অরিন্দম ঘোষ জানান, বেলপাহাড়ির পাহাড়-জঙ্গল ঘেরা রাস্তা মোটর র‌্যালির পক্ষে একেবারে
আদর্শ। বেলপাহাড়ির শিয়াড়বিন্ধা থেকে কাঁকড়াঝোর পর্যন্ত দু’টি রুটে মোট ১৮টি গাড়ি
র‌্যালিতে যোগ দিয়েছে। ছবি: দেবরাজ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন