BCCI

বুমরা বিশ্রামে, অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন সিরাজ

জানুয়ারি-ফেব্রুয়ারিতে কিউয়িদের দেশে গিয়ে পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন কোহালিরা। বুমরা ছাড়াও কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নতুন মুখ সিদ্ধার্থ কল। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১২:৪৬
Share:

বুমরার পরিবর্তে দলে এলেন মহম্মদ সিরাজ (বাঁ দিকে)। নিউজিল্যান্ডে যাচ্ছেন সিদ্ধার্থ কল। ছবি: এএফপি।

সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহালিদের স্মরণীয় জয়ে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পেস বোলার জসপ্রীত বুমরা। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আলোচনা চলছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। আর ঠিক হলও তাই।

Advertisement

মঙ্গলবার সকালে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বার্তায় জানানো হল টেস্ট সিরিজ খেলেই দেশে ফিরে আসতে চলেছেন বুমরা। তাঁর বদলে ভারতীয় দলে জায়গা পেলেন মহম্মদ সিরাজ। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজই নয়, বুমরার পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ড সফরকারী ভারতীয় দলেও জায়গা পেলেন সিরাজ।

বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধওয়ন, অম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট কিপার), হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, খলিল আহমেদ, মহম্মদ শামি।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল:

বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধওয়ন, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট-কিপার), হার্দিক পান্ড্য, ক্রুনাল পান্ড্য, কুলদীপ যাদব,যুজবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, খলিল আহমেদ, সিদ্ধার্থ কল।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement