বাংলার ক্রিকেটে একসঙ্গে পাঁচ স্পনসর। এ রাজ্যের ক্রিকেটে যা কখনও হয়নি। আইডিবিআই ইনসিওরেন্স বাংলা দলকে স্পনসর করছে গত মরসুম থেকেই। এ বার আরও চার সংস্থা সিএবির স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হতে চলেছে। রিলায়্যান্স জিও, বন্ধন ব্যাঙ্ক, পরম্পরা এবং বিএমএ। তাদের নাম বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ঘোষণা করবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।