ম্যাচের সকালে আশার আলো

এই ম্যাচের শুরুর পাওয়ার প্লে-তে এ দিন সিএবি-কে প্রায় উড়িয়েই দেয় প্রকৃতি। সকাল থেকে গোটা মাঠ ঢাকা ছিল ইংল্যান্ড থেকে আনা গ্রাউন্ড কভার দিয়ে। কিন্তু তার ওপর জমা জল সরানোর কোনও চেষ্টাও সারা দিনে দেখা গেল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৪:০৮
Share:

প্রস্তুতি: বৃষ্টির জন্য সারা দিনই ঢাকা ইডেন।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ঘিরে যখন অনিশ্চয়তার বাতাবরণ, তখনই কিছুটা আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস যদি ঠিক হয়, তা হলে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে।

Advertisement

কিন্তু মঙ্গলবার দিনভর বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে আরও একটা ম্যাচ শুরু হয়ে গেল। যে ম্যাচে এক পক্ষ যদি প্রকৃতি হয়, তা হলে তার বিপক্ষে সিএবি। এই দুই পক্ষের লড়াই দিয়েই মঙ্গলবার দেবীপক্ষ শুরু হল ইডেনে।

এই ম্যাচের শুরুর পাওয়ার প্লে-তে এ দিন সিএবি-কে প্রায় উড়িয়েই দেয় প্রকৃতি। সকাল থেকে গোটা মাঠ ঢাকা ছিল ইংল্যান্ড থেকে আনা গ্রাউন্ড কভার দিয়ে। কিন্তু তার ওপর জমা জল সরানোর কোনও চেষ্টাও সারা দিনে দেখা গেল না।

Advertisement

আবহাওয়ার উন্নতি না হলে বুধবারও দুই দল প্র্যাকটিস করতে পারবে কি না, সন্দেহ রয়েছে। সিএবি ও বোর্ডের আঞ্চলিক কিউরেটরের কথায়, বুধবার সকালে অন্তত ঘণ্টা দুয়েক রোদ না উঠলে মাঠ প্র্যাকটিসের অবস্থাতেও আসবে না। আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয়, তা হলে বুধবারও কোনও দল নেট প্র্যাকটিস করতে পারবে কি না, সেটা বড় প্রশ্ন। তবে জোড়া ঘূর্ণাবর্তের রক্তচক্ষু কাটিয়ে ম্যাচের দিন, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিস্কার হওয়ার আশা নাকি আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনিতেই টিকিটের চাহিদা কম। তবু সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার দাবি, সদস্যদের ও কমপ্লিমেন্টরি টিকিট সব শেষ। যার সংখ্যা প্রায় ৩৪ হাজার। বাকি ৩২ হাজার টিকিটের মধ্যে সোমবার পর্যন্ত ১৮ হাজার টিকিট বিক্রি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন