ফুটবলের ধাঁচে প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু করার পরিকল্পনা

কলকাতার ফুটবলে প্রিমিয়ার লিগের ধাঁচে এ বার ক্রিকেটেও প্রিমিয়ার লিগ আনার কথা ভাবছে সিএবি। স্থানীয় ক্রিকেট লিগের সেরা আটটি দলকে নিয়ে এই লিগের পরিকল্পনা অন্যতম যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যাযের। বৃহস্পতিবার প্রথম ডিভিশন লিগে খেলা ক্লাবগুলিকে নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে, তাতেই এই নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০৪:০০
Share:

কলকাতার ফুটবলে প্রিমিয়ার লিগের ধাঁচে এ বার ক্রিকেটেও প্রিমিয়ার লিগ আনার কথা ভাবছে সিএবি। স্থানীয় ক্রিকেট লিগের সেরা আটটি দলকে নিয়ে এই লিগের পরিকল্পনা অন্যতম যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যাযের। বৃহস্পতিবার প্রথম ডিভিশন লিগে খেলা ক্লাবগুলিকে নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে, তাতেই এই নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

সিএবি-র পরিকল্পনা, সেরা আট দলকে নিয়ে প্রিমিয়ার ডিভিশন করা ছাড়াও বাকি ৮৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে খেলানো। এই চারটি গ্রুপ থেকে সেরা দু’টি করে দল নিয়ে একটি আটদলীয় সুপার লিগের প্রস্তাবও দেওয়া হতে পারে এই বৈঠকে। ক্লাবগুলি রাজি থাকলে আসন্ন মরসুম থেকেই এই ফর্ম্যাটে স্থানীয় লিগ চালু হতে পারে বলে সিএবি সূত্রের খবর। স্থানীয় ক্রিকেটে প্রতিযোগিতা ও আকর্ষণ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা সিএবি-র। দ্বিতীয় ডিভিশন ক্লাবগুলিকে নিয়েও বৈঠক হবে শুক্রবার। তাদেরও এই পরিকল্পনার কথা জানানো হতে পারে ওই বৈঠকে।

আগামী সপ্তাহে ভিশন ২০২০-র শিবির করতে কলকাতায় এসে পড়ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। আগামী বৃহস্পতিবার থেকে এই শিবির শুরু হবে বলে সিএবি সূত্রের খবর। মূলত বাংলার স্পিনাররাই এই শিবিরে থাকবেন। তবে বর্ষার জন্য মাঠে নেমে প্র্যাকটিস করানো হয়তো তাঁর পক্ষে সম্ভব হবে না। মূলত ইন্ডোরেই হবে সপ্তাহ খানেকের এই শিবির। মুরলী শহরে থাকাকালীন সম্ভবত বাংলার নতুন কোচ সাইরাজ বাহুতুলেরও এসে পড়ার কথা। এই মাসের শেষ সপ্তাহে বাংলা দলের যে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা, তখন সেই সফর নিয়ে মুখোমুখি কথাও হতে পারে সাইরাজ-মুরলীর।

Advertisement

নাইট কর্তাদের সঙ্গে বৈঠক নতুন আইপিএল কমিটির: নবগঠিত আইপিএল ওয়ার্কিং গ্রুপ এ দিন দেখা করল কলকাতা নাইট রাইডার্সের কর্তাদের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জয় মেটা এবং কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বৈঠকে হাজির ছিলেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে ছিলেন অনিল কুম্বলেও। ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় বৈঠকে না থাকলেও রাজীব শুক্ল, অনুরাগ ঠাকুর অবং অনিরুদ্ধ চৌধুরীর সঙ্গে বেশ অপ্রত্যাশিত ভাবে হাজির ছিলেন আইপিএল সিওও সুন্দর রামন।

বৈঠক নিয়ে জানতে চেয়ে মেসেজ করা হলে মাইসোর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে নয়াদিল্লিতে তিনি বলেন যে, বৈঠকটা ‘ব্রেনস্টর্মিং’ সেশন ছিল। কুম্বলের ভিডিও উপস্থিতি নিয়ে শুক্ল বলেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধি নয়, প্রাক্তন ক্রিকেটার হিসেবে ছিল কুম্বলে। ওর কাছ থেকে কয়েকটা আইডিয়া চেয়েছিলাম।’’ কেকেআর কর্তাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই কথা বলছি তাই কেকেআরের সঙ্গেও বলা হল। বৈঠকে কী আলোচনা হল, বলা যাবে না। তবে কয়েকটা আইডিয়া আদানপ্রদান হয়েছে।’’

বৈঠকের পর অনুরাগ আশ্বাস দেন যে, ছ’সপ্তাহের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই ওয়ার্কিং গ্রুপ তাদের কাজ পুরো করে ফেলতে পারে। তাঁর সঙ্গে একই গাড়িতে বেরিয়ে যান বিতর্কিত রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন