আজ থেকে ভিশন

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিএবি-র ভিশন ২০২০-র প্রথম দফা। মূলত, জুনিয়র ক্রিকেটারদের নিয়েই ইডেনের ইন্ডোরে শুরু হচ্ছে ক্যাম্প। যেখানে থাকার কথা ভিভিএস লক্ষ্মণের। প্রথম দফা চলবে ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফা শুরু ১৫ সেপ্টেম্বর থেকে।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮
Share:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিএবি-র ভিশন ২০২০-র প্রথম দফা। মূলত, জুনিয়র ক্রিকেটারদের নিয়েই ইডেনের ইন্ডোরে শুরু হচ্ছে ক্যাম্প। যেখানে থাকার কথা ভিভিএস লক্ষ্মণের। প্রথম দফা চলবে ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফা শুরু ১৫ সেপ্টেম্বর থেকে। যেখানে আসার কথা মুথাইয়া মুরলীধরনের। এ দিকে, রঞ্জি ট্রফির আগে যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলার, তা আর হচ্ছে না। মুম্বইয়ের খেলতে আসার কথা ছিল। তারা না করে দেওয়ায়, সিএবি বিকল্পের দিকে যাচ্ছে না। মনে করা হচ্ছে, কেএসএ টুর্নামেন্টে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস পেয়েছে বাংলা। আলাদা করে প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারলে কোনও অসুবিধে হবে না।

Advertisement

ভবানীপুরের দল: নতুন মরসুমে দল গুছিয়ে নিল গত বারের লিগ চ্যাম্পিয়ন ভবানীপুর ক্লাব। মোটামুটি গত বারের দলটাই থাকছে আসন্ন মরসুমে। সঙ্গে ইস্টবেঙ্গল থেকে যোগ দিচ্ছেন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ঋতম পোড়েল, কালীঘাট থেকে সন্দীপন দাস ও ওয়াইএমসিএ-থেকে ওপেনার অভিষেক রমনরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement