সেরাটা সময় এখনও আসেনি: পূজারা

পুজারা মনে করেন, ক্রিকেটার হিসেবে তাঁর সেরাটা এখনও আসেননি। সংবাদ সংস্থাকে ভারতীয় টেস্ট মিডল অর্ডার ব্যাটিংয়ের স্তম্ভ বলেছেন, ‘‘আমি ভাল খেলছি, সেটা ঠিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৫:৩০
Share:

আত্মবিশ্বাসী: আরও ভাল খেলব, বলছেন পূজারা। ফাইল চিত্র

শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট ক্রিকেটে তিনি দুরন্ত খেলে এসেছেন। সেঞ্চুরি করেছেন। তা র পরেও চেতেশ্বর পূজারা বলছেন, ‘‘আমার এখনও উন্নতি করার অনেক জায়গা আছে। আমাকে আরও উন্নতি করতে হবে।’’

Advertisement

পুজারা মনে করেন, ক্রিকেটার হিসেবে তাঁর সেরাটা এখনও আসেননি। সংবাদ সংস্থাকে ভারতীয় টেস্ট মিডল অর্ডার ব্যাটিংয়ের স্তম্ভ বলেছেন, ‘‘আমি ভাল খেলছি, সেটা ঠিক। কিন্তু আমি মনে করি, এখনও অনেক জায়গা আছে যেখানে আমি উন্নতি করতে পারি। আরও ভাল পারফর্ম করতে পারি। তাই কখনও বলব না, আমার ক্রিকেট কেরিয়ারে এখনই সবচেয়ে ভাল সময় যাচ্ছে। বরং আমি বলব, আমার সেরা সময় এখনও আসেনি। আমি এখনকার চেয়েও ভাল খেলতে পারি।’’

আরও পড়ুন: এমএস দেখাল, কেন ওকে দরকার

Advertisement

গত এক বছরের মধ্যে বিরাট কোহালির দলের নতুন ভরসা হয়ে উঠেছেন পূজারা। শ্রীলঙ্কাকে ৩-০ হারানোর পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল। তিন টেস্টের সিরিজে পুজারা করেছিলেন ৩০৯ রান। করেন দু’টো সেঞ্চুরি। ২০১৬-১৭ মরসুমে ১৩ ম্যাচে পুজারা করেছেন ১,৩১৬ রান। পূজারা মনে করেন, ইংল্যান্ডে কাউন্টি খেলে এসে তাঁর ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। ‘‘কাউন্টি ক্রিকেটে এটা আমার তৃতীয় মরসুম। প্রথমে খেলেছিলাম ডার্বিশায়ারের হয়ে। তার পরে ইয়র্কশায়ারের হয়ে। এ বার খেললাম নটিংহ্যামশায়ারের হয়ে। কাউন্টি খেলাটা আমি বরাবরই উপভোগ করি।’’

পুজারা মনে করেন, কাউন্টি উইকেটে ব্যাট করাটা যথেষ্ট চ্যালেঞ্জের। তিনি বলছিলেন, ‘‘ওখানে ফাস্ট বোলারদের জন্য সব সময় পিচে কিছু না কিছু থাকে। সেই জন্যই ওখানে খেললে ব্যাটসম্যান হিসেবে উন্নতি করা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement