পুয়োলের হাতে শুরু বিশ্বকাপের শুভ যাত্রা

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ভারত সফরে এসে টিকিট বিক্রি শুরু করে দিলেন বিশ্বজয়ী স্প্যানিশ ডিফেন্ডার কার্লেস পুয়োল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৪:২৮
Share:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ভারত সফরে এসে টিকিট বিক্রি শুরু করে দিলেন বিশ্বজয়ী স্প্যানিশ ডিফেন্ডার কার্লেস পুয়োল।

Advertisement

এ দিন ভারতে পা দিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গয়াল ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন তিনি।

পূর্ব ঘোষণা মতো সন্ধে সাতটা এগারো মিনিটে (১৯:১১) বিশ্বকাপের প্রথম টিকিট তিনি তুলে দেন ১৯১১ সালে ঐতিহাসিক আইএফএ শিল্ডজয়ী মোহনবাগান অধিনায়ক শিবদাস ভাদুড়ীর পরিবারের সদস্য গৌরী ভাদুড়ীর হাতে। তার পরে দ্বিতীয় টিকিটটি তিনি দেন ক্রীড়ামন্ত্রী বিজয় গয়ালকে। শোনা যাচ্ছে, মঙ্গলবার আইপিএল ম্যাচ দেখতে যেতে পারেন পুয়োল।

Advertisement

আরও পড়ুন: কুস্তি নয়, এ বার অ্যাডভেঞ্চার স্পোর্টসে গীতা ফোগত

সোমবার সংবাদমাধ্যমকে কার্লেস পুয়োল বলেন, ‘‘ভারতে প্রথম বার এলাম। এই দেশটা এবং এখানকার মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য দীর্ঘদিনের ইচ্ছা ছিল। শুধু ভারতের সমৃদ্ধ ইতিহাস জানাই নয়, তা সম্মানও করি সব সময়। ভারতীয়রা এ বার টিভিতে নয়। নিজেদের দেশে স্বচক্ষে বিশ্বকাপ দেখতে চলেছেন। আগামী দিনের তারকাদের মাঠে এসে দেখবেন এ দেশের ফুটবলপ্রেমী দর্শকরা।’’

ক্রীড়ামন্ত্রী বিজয় গয়ালও বলেন, ‘‘দেশের সব ফুটবলপ্রেমী যাতে মাঠে এসে খেলা দেখতে পারেন তাই টিকিটের দাম সকলের সামর্থ্যের মধ্যেই রাখা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement