নাপোলি কোচ: মেসি-রোনাল্ডোর সার্থক উত্তরসূরি নেমার-এমবাপে

চলতি দশকের শুরুতে তিন মরসুম প্যারিস সাঁ জারমাঁ-র ম্যানেজারের ছিলেন অ্যাঞ্চেলোত্তি। বর্তমান পিএসজি গোলরক্ষক জানলুইজি বুফন ১৯৯৬-১৯৯৮ খেলতেন ইটালির ক্লাব পারমা-য়। তখন সেই দলের ম্যানেজার ছিলেন কার্লোই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৩:৫২
Share:

যুগলবন্দি: চ্যাম্পিয়ন্স লিগে এ বার ঝড় তুলেছেন প্যারিস সাঁ জারমাঁর তারকা জুটি নেমার এবং কিলিয়ান এমবাপে। সোমবার প্রস্তুতিতে ব্যস্ত। এএফপি

পুরনো ছাত্রদের বিরুদ্ধে মহারণের আগে নাপোলি ম্যানেজার কার্লো অ্যাঞ্চেলোত্তির উচ্ছ্বসিত প্রশংসা!

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার অ্যাঞ্চেলোত্তির নাপোলির লড়াই নেমার জুনিয়র-কিলিয়ান এমবাপের প্যারিস সাঁ জারমাঁ-র বিরুদ্ধে। যে চ্যালেঞ্জের আগে অ্যাঞ্চেলোত্তি বলেছেন, ‘‘আমার মতে রোনাল্ডো-মেসির সার্থক উত্তরসূরি হয়ে উঠতে পারে এমবাপে-নেমার। রোনাল্ডো-মেসির মতো ওরাও এক দিন বিশ্বের সমস্ত ট্রফি জিততে পারে।’’ পাশাপাশি তাঁর আরও মন্তব্য, ‘‘এমবাপে যদি এ বার ব্যালন ডি’অর নাও জিততে পারে, এক সময় জিতবেই। এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই। নেমারও যত দিন যাচ্ছে বিপক্ষের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে।’’

চলতি দশকের শুরুতে তিন মরসুম প্যারিস সাঁ জারমাঁ-র ম্যানেজারের ছিলেন অ্যাঞ্চেলোত্তি। বর্তমান পিএসজি গোলরক্ষক জানলুইজি বুফন ১৯৯৬-১৯৯৮ খেলতেন ইটালির ক্লাব পারমা-য়। তখন সেই দলের ম্যানেজার ছিলেন কার্লোই। পিএসজি-র বর্তমান ফুটবলার অ্যাঙ্খেল দি’মারিয়া যখন রিয়াল মাদ্রিদে তখন আবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের ম্যানেজার ছিলেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। মঙ্গলবার রাতে সেই বুফন, দি’মারিয়া-সহ গোটা পিএসজি দলটাই যখন বর্তমান নাপোলি ম্যানেজার অ্যাঞ্চেলোত্তির বিপক্ষে থাকবে, তখন নেপলসের মাঠে কোনও আবেগ কাজ করবে কি? প্রশ্ন উঠতেই সাংবাদিক সম্মেলনে ইটালীয় দলটির ফুটবল ম্যানেজার বলে দেন, ‘‘নেমার-কাভানিদের বিরুদ্ধে পেশাদার ফুটবল কোচের আবেগ নয়, দরকার অঙ্ক। সে অঙ্ক তৈরি আছে।’’ চ্যাম্পিয়ন্স লিগে নেমার-এদিনসন কাভানি-কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে প্যারিসে প্রথম পর্বের ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও ২-২ ড্র করে ফিরেছে নাপোলি। এ বার ঘরের মাঠে নেমারদের মুখোমুখি হওয়ার আগে নাপোলির বিখ্যাত ফুটবল ম্যানেজার বলছেন, ‘‘আমি জানি, এ বার কী করতে হবে।’’

Advertisement

এ বারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘সি’-তে তিন দলের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি। তিন ম্যাচের পরে গায়ে গায়ে তিন দল। লিভারপুল (৬ পয়েন্ট), নাপোলি (৫ পয়েন্ট) ও প্যারিস সাঁ জারমাঁ (৪ পয়েন্ট)। ফলে মঙ্গলবার নাপোলি বনাম পিএসজি ম্যাচে যে দল হারবে, তাদের পরের ধাপে খেলার সম্ভাবনা অনেকটাই কমবে। তাই জিততে মরিয়া দু’পক্ষই।

সেই তাগিদ মাথায় রেখেই পিএসজি-র তারকা ফুটবলার এদিনসন কাভানি বলছেন, ‘‘তিন মরসুমে নাপোলিতে খেলেছি। কিন্তু এ বারের ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে যেতে হলে আমাদের জিততে হবেই।’’

যা শুনে অ্যাঞ্চেলোত্তি বলছেন, ‘‘পিএসজি-র আক্রমণ ভাগটা বেশ ধারালো। ইউরোপের অন্যতম সেরা দল পিএসজি। ওদের হারাতে গেলে আমাদের অসাধারণ কিছু করতে হবে। তবে আগের ম্যাচগুলোই দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন