দর্শকদের চিৎকার তাতিয়ে দেয় মারিনকে

ভারতের মাটিতে প্রথম পা রাখার পর থেকেই পিভি সিন্ধুর সঙ্গে তাঁর লড়াই নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে টানা। তিনি, স্পেনের ক্যারোলিনা মারিন এ দিন জবাবটা কোর্টেই দিলেন। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের প্রথম ম্যাচে সিন্ধুকে তাঁর নিজের শহরে হারিয়ে। এবং তার পর নিজের জয়ের কৃতিত্বটা হায়দরাবাদের মানুষকেই দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৪:০৮
Share:

ভারতের মাটিতে প্রথম পা রাখার পর থেকেই পিভি সিন্ধুর সঙ্গে তাঁর লড়াই নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে টানা। তিনি, স্পেনের ক্যারোলিনা মারিন এ দিন জবাবটা কোর্টেই দিলেন। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের প্রথম ম্যাচে সিন্ধুকে তাঁর নিজের শহরে হারিয়ে। এবং তার পর নিজের জয়ের কৃতিত্বটা হায়দরাবাদের মানুষকেই দিলেন।

Advertisement

মারিনের কথায়, ‘‘সবচেয়ে ভাল লেগেছে হায়দরাবাদের মানুষ যে ভাবে খোলা মনে আমাকে সমর্থন করলেন সেটা দেখে। ওঁদের আবেগটা অসাধারণ। দর্শকদের চিৎকার আমাকে আরও ভাল খেলার জন্য তাতিয়ে দিচ্ছিল। এই সমর্থনটা আমার কাছে খুব দামি।’’

ফাইনালে সিন্ধুকে হারিয়ে অলিম্পিক্স সোনা জেতার পর কয়েকটা টুর্নামেন্টে নিজের দাপট ধরে রাখতে না পারায় স্পেনের তেইশ বছরের তারকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক থেকে নেমে গিয়েছেন দুইয়ে। সেটা এ বছর হয়তো বাড়তি তাতিয়ে রাখবে মারিনকে। যিনি বলছেন, ‘‘এ মরসুমে আমার লক্ষ্য অল ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতা। সঙ্গে কয়েকটা সুপার সিরিজও জিততে চাই। জানি কাজটা কঠিন। তবে নিজের সেরাটা দেব। তার পর দেখা যাক।’’ অলিম্পিক্সের আগেও সোনার পদক পাখির চোখ করেছিলেন। ঠিক কী ভাবে তৈরি হয়েছিলেন রিওর জন্য? মারিন বলছেন, ‘‘ওটা সিক্রেটই থাক। খালি বলব, সোনাটা জিততে মরিয়া ছিলাম।’’

Advertisement

তবে সিন্ধুকে তাঁর নিজের শহরে হারাতে পেরে দারুণ খুশি মারিন। বলেছেন, ‘‘জানতাম সিন্ধুকে ওর নিজের শহরে হারানো সহজ হবে না। প্রথম দু’টো গেমে দারুণ লড়াই হল। তাই আজ জিততে পারার অনুভূতিটা অসাধারণ। আমি অসম্ভব খুশি। এগারো পয়েন্টের নতুন ফর্ম্যাট দারুণ উত্তেজক। ম্যাচ জমে গিয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন