বাদ পড়লেন চন্দ্রপল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে দলে রাখা হল না ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার চন্দ্রপলকে। ক্লাইভ লয়েডের নেতৃত্বে রবিবার ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের দল ঘোষণা করে নির্বাচন কমিটি। যে দলে রাখা হয়নি ৪০ বছরের ক্যারিবিয়ান ক্রিকেটারকে। টেস্টে যাঁর রান এগারো হাজার আটশো সাতষট্টি। ব্রায়ান লারার চেয়ে মাত্র ছিয়াশি রান পিছনে রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৪:০৯
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে দলে রাখা হল না ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার চন্দ্রপলকে। ক্লাইভ লয়েডের নেতৃত্বে রবিবার ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের দল ঘোষণা করে নির্বাচন কমিটি। যে দলে রাখা হয়নি ৪০ বছরের ক্যারিবিয়ান ক্রিকেটারকে। টেস্টে যাঁর রান এগারো হাজার আটশো সাতষট্টি। ব্রায়ান লারার চেয়ে মাত্র ছিয়াশি রান পিছনে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জন্যই তাঁকে বাদ পড়তে হয়েছে। তবে চন্দ্রপল নিজে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলে অবসর ঘোষণা করতে। তিনি জানিয়েছেন, ‘‘ঘরের মাঠের সমর্থকদের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নেব ভেবেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement