ম্যাচ কম রঞ্জিতে, ফের বদল ফর্ম্যাটে

মঙ্গলবার বোর্ডের টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়, রঞ্জি ট্রফিতে পুরনো নিয়ম অনুযায়ী হোম ম্যাচ খেলতে খেলবে দলগুলো। এ ছাড়া লিগ পর্যায়ে এ বার থেকে ম্যাচের সংখ্যাও কমে যাচ্ছে বলে জানালেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৪:৪০
Share:

তিরাশি বছর বয়স রঞ্জি ট্রফির। কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটের প্রধান টুর্নামেন্টকে নিয়ে ভারতীয় বোর্ডের গবেষণা থামার নাম নেই। গত বছর রঞ্জির সব ম্যাচ নিরপেক্ষ জায়গায় করার পর এ বছর হোম ও অ্যাওয়ে ম্যাচ ফেরানো হচ্ছে এই টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, পুরো ফর্ম্যাটও পাল্টে ফেলা হচ্ছে এ বার থেকে। লিগ পর্বে কমে যাচ্ছে ম্যাচের সংখ্যা। কোচ-ক্রিকেটার সম্মেলনে নিরপেক্ষ মাঠ ও দীর্ঘ টুর্নামেন্ট নিয়ে তীব্র আপত্তির পরই সব বদলে দেওয়া হল এ বার।

Advertisement

মঙ্গলবার বোর্ডের টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়, রঞ্জি ট্রফিতে পুরনো নিয়ম অনুযায়ী হোম ম্যাচ খেলতে খেলবে দলগুলো। এ ছাড়া লিগ পর্যায়ে এ বার থেকে ম্যাচের সংখ্যাও কমে যাচ্ছে বলে জানালেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।

বৈঠকে যোগ দিতে আসার সময় আবার সৌরভের বিএমডব্লিউ গাড়ি রাস্তায় খারাপ হয়ে যায়। ফলে ট্যাক্সিতে চেপে বৈঠকে পৌঁছন সিএবি প্রেসিডেন্ট। এ বার রঞ্জি ট্রফিতে মোট ২৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটিতে থাকবে সাতটি করে দল। ফলে লিগ পর্যায়ে ছ’টি করে ম্যাচ খেলতে হবে প্রতি দলকে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে অবশ্য নিরপেক্ষ জায়গাতেই খেলা হবে বলে ঠিক হয়েছে এ দিনের বৈঠকে। এ বার ছত্তিশগড়ও রঞ্জিতে অংশ নেওয়ায় মোট দলের সংখ্যা দাঁড়াবে ২৮। তাই এই ফর্ম্যাট বদল।

Advertisement

এ দিন সৌরভ ঘরোয়া ক্রিকেটে খেলার পারিশ্রমিক বাড়ানোর দাবিও তোলেন বলে জানা গিয়েছে। যাঁরা চাকরি করেন না বা আইপিএলে খেলেন না, বর্তমান পারিশ্রমিক তাঁদের পক্ষে ঠিক নয় বলে যুক্তি দেন তিনি। দলীপ ট্রফিতে এ বারও গোলাপি বলে খেলা হবে। তবে জানা গিয়েছে, গোলাপি বলে টেস্ট নিয়ে এখনও কোনও ভাবনা নেই বোর্ডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন