প্রিমিয়ার লিগের আরও কাছে চেলসি

বাকি চারে আর দরকার তিনটে জয়। তা হলেই প্রথম মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবেন আন্তোনিও কন্তে। রবিবার রাতে গুডিসন পার্কের চ্যালেঞ্জটাও সফল ভাবে পাশ করল চেলসি। ধরা হয়েছিল চেলসির বাকি পাঁচটা ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০৩:২৪
Share:

উৎসব: এভার্টনের বিরুদ্ধে গোলের পর চেলসি ফুটবলাররা। ছবি: এএফপি

বাকি চারে আর দরকার তিনটে জয়। তা হলেই প্রথম মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবেন আন্তোনিও কন্তে।

Advertisement

রবিবার রাতে গুডিসন পার্কের চ্যালেঞ্জটাও সফল ভাবে পাশ করল চেলসি। ধরা হয়েছিল চেলসির বাকি পাঁচটা ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু এভার্টনকে ৩-০ হারিয়ে চেলসি আরও এক পা বাড়াল পাঁচ নম্বর প্রিমিয়ার লিগ খেতাবের দিকে।

প্রথমার্ধে সুযোগের পর সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি দুই দল। বিরতির পর ম্যাচের ছবি পাল্টায়। পেদ্রোর দুর্দান্ত গোলে ১-০ এগোয় চেলসি। যার কিছুক্ষণ পরে গ্যারি কেহিলের গোলে ব্যবধান বাড়ায় চেলসি। উইলিয়ানের গোলে জয় নিশ্চিত করে আন্তোনিও কন্তের দল।

Advertisement

চেলসির উপর চাপ বজায় রেখে অবশ্য আর্সেনালকে ২-০ হারাল টটেনহ্যাম। অন্য ম্যাচে আবার সোয়ানসির সঙ্গে ১-১ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন