এক নম্বরে শেষ করল চেন্নাই

নামেই যুদ্ধটা রাজায়-রাজায়। কিঙ্গস ইলেভেন পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিঙ্গসের। আসলে শনিবার আইপিএলে লড়াইটা ছিল পয়েন্ট টেবলের ফার্স্টবয় আর লাস্টবয়ের। তাতে লাস্টবয়কে অনায়াসে সাত উইকেটে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান মজবুত করলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ম্যাচে কিঙ্গসের পারফরম্যান্স যেন গোটা মরসুমের দুর্দশারই প্রতিফলন। শুরুটা অবশ্য ভালই করেছিলেন ঋদ্ধিমান সাহা। রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বুধবারের জয়ের নায়ক পবন নেগির (২-২৫) প্রথম ওভারেই বাউন্ডারি মারেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০৩:২৮
Share:

কাজ শেষ করে মাঠ ছাড়ছেন ধোনি-রায়না।

নামেই যুদ্ধটা রাজায়-রাজায়। কিঙ্গস ইলেভেন পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিঙ্গসের। আসলে শনিবার আইপিএলে লড়াইটা ছিল পয়েন্ট টেবলের ফার্স্টবয় আর লাস্টবয়ের। তাতে লাস্টবয়কে অনায়াসে সাত উইকেটে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান মজবুত করলেন মহেন্দ্র সিংহ ধোনিরা।
ম্যাচে কিঙ্গসের পারফরম্যান্স যেন গোটা মরসুমের দুর্দশারই প্রতিফলন। শুরুটা অবশ্য ভালই করেছিলেন ঋদ্ধিমান সাহা। রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বুধবারের জয়ের নায়ক পবন নেগির (২-২৫) প্রথম ওভারেই বাউন্ডারি মারেন। তারপর ঈশ্বর পাণ্ডের একটি বল পাঠিয়ে দেন গ্যালারিতে। নেগির দ্বিতীয় ওভারেই অবশ্য ঋদ্ধি ফিরে যান। এ বার ভেলকি দেখাতে শুরু করেন আশিস নেহরা (১-১৭)। ক্যাপ্টেন জর্জ বেইলিকে (৭ বলে ১২) তুলে নিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল ফের ব্যর্থ (১৪ বলে ৬)। এক মাত্র অক্ষর পটেল (২৯ বলে ৩২) ছাড়া কোনও উল্লেখযোগ্য রান নেই পঞ্জাবের ব্যাটসম্যানদের।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দু’ওভারে সিএসকে ১০-২ হয়ে গিয়েছিল। আইপিএল আটে প্রথম ম্যাচে নামা মাইকেল হাসি আর এ মরসুমের শেষ ম্যাচ খেলা ব্রেন্ডন ম্যাকালামের (ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য) জুটি এক রানের বেশি টেকেনি। তবে দু’প্লেসি (৪১ বলে ৫৫), রায়না (৩৪ বলে ৪৪ ন.আ) আর ধোনির (১৬ বলে ২৫ ন.আ) দাপটে ১৬.৫ ওভারেই ১৩৪-৩ তুলে জিতে যায় চেন্নাই। এই ম্যাচ জিতে সিএসকের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ১৮।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর

কিঙ্গস ইলেভেন পঞ্জাব ১৩০-৭ (অক্ষর ৩২, নেগি ২-২৫)

চেন্নাই সুপার কিঙ্গস ১৬.৫ ওভারে ১৩৪-৩ (দু’প্লেসি ৫৫, সন্দীপ ১-৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement