আইএসএলে আজ দুই বন্ধুর লড়াই

২০০৬ ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য তাঁরা। বার্লিনের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতে তাঁদের সেলিব্রেশন আজও ইতালি ভক্তদের মনে গাঁথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৪:৫৫
Share:

২০০৬ ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য তাঁরা। বার্লিনের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতে তাঁদের সেলিব্রেশন আজও ইতালি ভক্তদের মনে গাঁথা।

Advertisement

ব্যক্তিগত জীবনে একে অপরের ভাল বন্ধু হলেও আইএসএল ভক্তরা স্বাদ পেতে চলেছে তাঁদের প্রতিদ্বন্দ্বীতার। বৃহস্পতিবার আইএসএলে মুখোমুখি চেন্নাইয়ান ও দিল্লি ডায়নামোস। দুই ফ্র্যাঞ্চাইজির নেপথ্যে রয়েছেন দুই ইতালীয় কোচ। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে যাঁদের লড়াই হয়ে উঠেছে আইএসএল-এর ‘ইউএসপি।’

তাঁরা— চেন্নাইয়ান কোচ মার্কো মাতেরাজ্জি ও দিল্লি ডায়নামোস কোচ জিয়ানলুকা জামব্রোতা।

Advertisement

প্রথম ম্যাচে আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে ড্র করেছে চেন্নাইয়ান। যে ম্যাচে ২-১ এগিয়েও শেষমেশ ড্র করে চেন্নাইয়ান। তাই তো দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে দলকে সতর্কবার্তা পাঠিয়ে মাতেরাজ্জি বলছেন, ‘‘আমাদের ভুলগুলো থেকে শিখতে হবে। আগের ম্যাচে পেনাল্টি দেওয়া ঠিক হয়নি।’’ সঙ্গে আবার তাঁর বন্ধুকেও শুভেচ্ছা জানিয়ে মাতেরাজ্জি বলেন, ‘‘আমি জামব্রোতাকে প্লেয়ার হিসেবে জানি। ও ভারতে এসেছে আমি খুশি।’’

পাশাপাশি দিল্লি ডায়নামোস আবার তাদের প্রথম ম্যাচে নামতে চলেছে। জামব্রোতার দল প্রাক্ মরসুম সেরেছিল ইংল্যান্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে খেলেছিল দিল্লি। দলের মার্কি হিসেবে এসেছেন ফ্লোরেন্ট মালুদা। দলের প্রাক্ মরসুম প্রস্তুতিতে খুশি কোচ জামব্রোতা। প্রাক্তন বার্সা, এসি মিলান সাইডব্যাক বলছেন,‘‘আমাদের প্রাক্ মরসুম দারুণ গিয়েছে। আশা করছি ভাল যাবে মরসুম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement