Cheteshwar Pujara

ঋদ্ধির সঙ্গে জুটিই সেরা, মত পুজারার

দুটি ইনিংসই এসেছিল ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০৫:০৮
Share:

মস্করা: টুইটারে কোহালি লেখেন, পুজি (পুজারা) এই ক্যাচ নেবে তো?

তাঁর সব চেয়ে স্মরণীয় দু’টি ইনিংস কী, ফাঁস করলেন চেতেশ্বর পুজারা। যে দুটি ইনিংসই এসেছিল ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে।

Advertisement

সব চেয়ে স্মরণীয় ব্যাটিং পার্টনারশিপ কী, তা নিয়ে একটি রেডিয়ো চ্যানেলে পুজারা বলেন, ‘‘২০১৭ সালে রাঁচীতে ঋদ্ধিমান সাহার সঙ্গে জুটির কথা বলব। প্রায় ২০০ রানের জুটি ছিল আমাদের। দল তখন বিপদে পড়ে গিয়েছিল। পাঁচ-ছ’টা উইকেট চলে গিয়েছে।’’ যোগ করেন, ‘‘স্কোরবোর্ডে তখন মনে হয় রান ছিল আড়াইশোর আশেপাশে। জানতাম আমরা যদি ৩০০ থেকে ৩৫০ রানের মধ্যে সবাই আউট হয়ে যাই, অস্ট্রেলীয়রা সেই রান তুলে দেবে। আমাদের তখন লক্ষ্য ছিল একটা বড় রান তোলা। আমাদের জুটিটার জন্য শেষ পর্যন্ত পাঁচশো রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দল।’’ সেই সিরিজকে জীবনের সব চেয়ে উত্তেজক টেস্ট সিরিজ হিসেবেও ব্যাখ্যা করেছেন পুজারা। একই সঙ্গে তিনি অজিঙ্ক রাহানের সঙ্গে জুটির কথাও বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement