BWF World Championships

বিশ্ব ব্যাডমিন্টনে পদক নিশ্চিত সাত্ত্বিক-চিরাগের, দ্বিতীয় বাছাই জুটিকে হারিয়ে সেমিফাইনালে

মুখোমুখি সাক্ষাৎ এবং র‌্যাঙ্কিংয়ের নিরিখে কোয়ার্টার ফাইনালে এগিয়ে নেমেছিলেন মালয়েশিয়ার জুটি। কিন্তু ম্যাচে তা বোঝা যায়নি। সাত্ত্বিকসাইরাজ-চিরাগের সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় বিশ্বের দ্বিতীয় বাছাইয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:৩৪
Share:

শুক্রবার জেতার পর (বাঁ দিকে) সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পদক নিশ্চিত করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের ডবলসের সেমিফাইনালে উঠেছেন তাঁরা। বিশ্বের দ্বিতীয় বাছাই জুটিকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে ভারতীয় জুটি।

Advertisement

পিভি সিন্ধু সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর পদকের জন্য ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটির দিকে। তাঁরা হতাশ করেননি। বিশ্বের প্রাক্তন এক নম্বর ডবলস জুটি কোর্য়াটার ফাইনালে জয় ছিনিয়ে নিল মালয়েশিয়ার অ্যারন চিয়া-সো উই ইয়িক জুটির বিরুদ্ধে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বিশ্ব ক্রমতালিকায় ন’নম্বরে থাকা সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। দু’পক্ষের মধ্যে ৪৩ মিনিটের লড়াইয়ের পর ভারতীয় জুটির পক্ষে ফল ২১-১২, ২১-১৯। প্রথম গেমে প্রতিপক্ষ জুটিকে প্রায় দাঁড়াতেই দেননি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। দ্বিতীয় গেমে খানিকটা লড়াই হলেও তাঁদের জয় আটকাতে পারেনি মালয়েশীয় জুটি।

শুক্রবারের ম্যাচের আগে মুখোমুখি সাক্ষাতে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি ৩-১১ ব্যবধানে পিছিয়ে ছিল চিয়া-ইয়িক জুটির থেকে। এই রেকর্ড এবং র‌্যাঙ্কিংয়ের নিরিখে কোয়ার্টার ফাইনালে এগিয়ে থেকে নেমেছিলেন মালয়েশীয়েরা। কিন্তু ম্যাচে তা বোঝা যায়নি। সাত্ত্বিকসাইরাজ-চিরাগের আগ্রাসী খেলার সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় বিশ্বের দ্বিতীয় বাছাইয়েরা।

Advertisement

২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। এই প্রতিযোগিতায় তাঁদের জুটির দ্বিতীয় পদক নিশ্চিত হল। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ চিনের ই লিউ-বয়াং চেন জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement