Sports News

টাকা বাড়ল বিসিসিআই-এর নির্বাচকদের

গত বছর নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছেন গগন খোদা ও যতীন পরাঞ্জপে। কারণ সেই সময় সিওএ নিয়ম বেঁধে দেয় নির্বাচক কমিটিতে থাকতে হলে টেস্ট ক্রিকেট খেলতেই হবে। যে কারণে বাদ পড়েন এই দু’জন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৬:৩২
Share:

পেমেন্ট নিয়ে মুখ খুলেছিলেন দীলিপ বেঙ্গসরকার। সেটা ২০০৭ সালের ঘটনা। এ বার তা কার্যকরী হতে চলেছে বিসিসিআই-তে। সুপ্রীম কোর্ট নির্বাচিত কমিটি সিওএ নির্বাচকদের টাকা বাড়ানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। ৩০ লাখ পর্যন্ত তা বাড়ার কথা রয়েছে। যদিও মুখ্য নির্বাচকের মাইনে বাড়ছে ২০ লাখ।

Advertisement

যা সিদ্ধান্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে নির্বাচনী কমিটির সব সদস্যদের মাইনে ৬০ লাখ থেকে বেড়ে করা হয়েছে ৯০ লাখ। নির্বাচনী কমিটির চেয়ারম্যানের টাকা ৮০ লাখ থেকে বেড়ে হচ্ছে ১ কোটি। বর্তমানে সিনিয়র নির্বাচনী কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন উইকেট কিপার এমএসকে প্রসাদ। এ ছাড়া তাঁর দলের বাকি দু’জন দেবাং গাঁধী ও সরণদীপ সিংহ।

গত বছর নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছেন গগন খোদা ও যতীন পরাঞ্জপে। কারণ সেই সময় সিওএ নিয়ম বেঁধে দেয় নির্বাচক কমিটিতে থাকতে হলে টেস্ট ক্রিকেট খেলতেই হবে। যে কারণে বাদ পড়েন এই দু’জন। সিনিয়র নির্বাচক কমিটির পাশাপাশি জুনিয়র নির্বাচক কমিটিরও টাকা বাড়ানো হয়েছে। তাদের টাকা বেড়ে হয়েছে ৬০ লাখ। নির্বাচক কমিটির চেয়ারম্যানের স্য়ালারি ৬৫ লাখের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন

‘হাত নাড়ানো যাবে না তিন সপ্তাহ, জোরে বোলিং খেলার চেয়েও এটা কঠিন’

মহিলা নির্বাচনী কমিটির সেই সঙ্গে বাড়ছে টাকা। সদস্যরী পাচ্ছেন ২৫ লাখ করে এবং মুখ্য নির্বাচক পাবেন ৩০ লাখ। এর আগে সিওএ বিসিসিআই আম্পায়ারদের স্যালারি দ্বিগুন করেছিল। সেই সঙ্গে একইভাবে টাকা বেড়েছিল কিউরেটর, স্কোরার ও ভিডিও অ্যানালিস্টেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন