এই নিয়ে তীব্র জল্পনা চলছে ময়দানে। সুভাষের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তাঁর নতুন চ্যালেঞ্জ এখন অসমে জুনিয়র ফুটবলার তৈরি করা। তবে এই বিষয়ে সুভাষের কাছে জানতে চাওয়া হলে পুরো বিষয়টিই অস্বীকার করেন তিনি। লাইসেন্স না থাকার জন্য এই মুহূর্তে আই লিগের কোনও ক্লাবেই কোচিং করাতে পারছেন না সুভাষ। কলকাতা লিগের কোনও ক্লাবের সঙ্গেও যুক্ত হননি।