Avinash Sable

CWG 2022: অ্যাথলেটিক্সে রুপো সাবলে, প্রিয়ঙ্কার, পুরুষদের লন বোল থেকেও এল পদক

অ্যাথলেটিক্স থেকে আরও দুই পদক এল শনিবার। ৩০০০ মিটার স্টিপলচেজ এবং ১০ হাজার মিটার রেস ওয়াকে এসেছে জোড়া রুপো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৯:৪৬
Share:

রুপো পেলেন প্রিয়ঙ্কা ছবি পিটিআই

বিশ্ব চ্যাম্পিয়নশিপের হতাশা কমনওয়েলথ গেমসে কাটিয়ে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেলেন তিনি। এ ছাড়া, ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেয়েছেন প্রিয়ঙ্কা গোস্বামী। অ্যাথলেটিক্স থেকে শনিবার দু’টি পদক এল ভারতের ঘরে। লন বোলেও রুপো পেয়েছে পুরুষদের ফোর্স দল।

Advertisement

রুপো পাওয়ার পথে সাবলে ভেঙে দিলেন নিজেরই জাতীয় রেকর্ড। অন্য দিকে, প্রিয়ঙ্কা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে কমনওয়েলথের রেস ওয়াকে রুপো পেলেন। এর আগে রেস ওয়াকে ২০১০ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন হরমিন্দর সিংহ। তবে সেটি ছিল ২০ হাজার মিটারে।

এ দিন সাবলের সময় ৮:১১.২০ সেকেন্ড। তাঁর জাতীয় রেকর্ড ছিল ৮:১২.৪৮ মিনিট। সোনা জিতেছেন কেনিয়ার আব্রাহাম কিবিয়ত (৮:১১.১৫)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিবিয়ত পঞ্চম স্থানে শেষ করেন। সাবলে সবার নীচে শেষ করেন। তবে কমনওয়েলথে সাফল্য পেলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কেনিয়ার কনসেসলাস কিপ্রুতো পঞ্চম স্থানে শেষ করেছেন।

Advertisement

মহারাষ্ট্রের মান্ডওয়া গ্রামে জন্ম নেওয়া সাবলে এক সময় ছিলেন সেনাবাহিনিতে। সিয়াচেন গ্লেসিয়ারের মতো দুর্গম জায়গায় কাজ করেছেন। স্টিপলচেজে ইদানীং ভালই সাফল্য পাচ্ছেন তিনি। বার বার নিজের জাতীয় রেকর্ড ভেঙেছেন। গত মাসে রাবাতে ডায়মন্ড লিগে পঞ্চম স্থানে শেষ করেন। এ দিনের রেসের পর তাঁর বক্তব্য, “শেষ ল্যাপটা খুবই হতাশাজনক ছিল। তবে অনেক দিন পর ভারত থেকে দূরপাল্লার দৌড়ে কেউ পদক পেল।”

এ দিকে, প্রিয়ঙ্কা ১০ হাজার মিটার রেস শেষ করেছেন ৪৩:৩৮.৮৩ মিনিটে, যা তাঁর ব্যক্তিগত সেরা। অস্ট্রেলিয়ার জেমাইমা মনটাগ সোনা জিতেছেন। আর এক ভারতীয় ভাবনা জাট এই ইভেন্টে অষ্টম স্থানে শেষ করেছেন। পদক জিতে প্রিয়ঙ্কা বলেছেন, “ভারতের কোনও মহিলা এই প্রথম রেস ওয়াকে জিতল। ইতিহাস তৈরি করে আমি সত্যিই খুশি। তবে পদক জেতার ভাবনা নিয়ে নামিনি। অস্ট্রেলিয়ার খেলোয়াড় এগিয়ে গিয়েছে সেটা নিয়েও ভাবছিলাম না। এর আগে আমার থেকে ভাল জায়গায় শেষ করেছে ও। আমি নিজের রেসের দিকে মন দিয়েছিলাম। ব্যবধান আরও কমাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”

মহিলাদের ফোর্স বিভাগে লন বোলে সোনা এলেও পুরুষরা সেই সাফল্য আনতে পারলেন না। উত্তর আয়ারল্যান্ডের কাছে ১৮-৫ পয়েন্টে হেরেছে ভারতীয় দল।

ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন পি ভি সিন্ধু। কোয়ার্টারে মালয়েশিয়ার গোহ ওয়েই জিনকে হারালেন ১৯-২১, ২১-১৪, ২১-১৮ পয়েন্টে। টানা তৃতীয় বার কমনওয়েলথের সেমিফাইনালে উঠলেন সিন্ধু। তবে বিদায় নিলেন আকর্ষি কাশ্যপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন