সিএবি বিতর্ক

টিকিট বণ্টন নিয়ে অভিযোগের নাটক

ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট বণ্টন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ। যাতে জড়িয়ে পড়লেন সিএবি-র প্রাক্তন এবং বর্তমান কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৯
Share:

ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট বণ্টন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ। যাতে জড়িয়ে পড়লেন সিএবি-র প্রাক্তন এবং বর্তমান কর্তারা।

Advertisement

সিএবিতে বরাবরই বিশ্বরূপ দে ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলে এসেছে। দেখা যাচ্ছে, বিশ্বরূপ সিএবি ছাড়ার পরেও সেই আকচা আকচি চলছেই।

এ দিন সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ অভিযোগ তোলেন, ইডেনে গত জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড ম্যাচে টিকিট বণ্টন নিয়ে কোনও স্বচ্ছতা দেখা যায়নি। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে যিনি চিঠিতে লিখেছেন, প্রাক্তন যুগ্মসচিব ও সহসচিব হিসেবে তাঁর একটা টিকিট বরাদ্দ ছিল।

Advertisement

বিশ্বরূপ বলেন, ‘‘লোঢা কমিশনের সুপারিশের পরে টিকিট বণ্টনের ব্যাপারে কোনও স্বচ্ছতা দেখতে পেলাম না। সিএবির টিকিট বন্টন কাদের মাধ্যমে হচ্ছে জানি না। কিন্তু প্রেসিডেন্ট এই ব্যাপারে না জানলে জেনে নেওয়া উচিত। প্রাক্তন যুগ্মসচিব ও সহসচিব হিসেবে আমার টিকিট পাওয়া উচিত ছিল। সাত দশ দিন অপেক্ষা করব সিএবির তরফ থেকে কোনও জবাবের জন্য।’’

বিশ্বরূপের অভিযোগ উড়িয়ে দিয়ে পরে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘প্রত্যেক ম্যাচের আগে আমার থেকে ও দু’শো-তিনশো টিকিট নিয়েছে।’’ যা শুনে বিশ্বরূপও পাল্টা বলেন, ‘‘সিএবি প্রেসিডেন্ট কি দিবা স্বপ্ন দেখছে? দু’শো থেকে তিনশো মানে কী। এ সমস্ত কথা বলার কোনও যুক্তি দেখছি না।’’

প্রেসিডেন্টকে লেখা চিঠি হলেও বিশ্বরূপের অভিযোগের তির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের দিকে বলেই মনে করা হচ্ছে। যাঁর কমিটি দায়িত্বে ছিল টিকিট দেওয়ার। গৌতমবাবু অবশ্য বললেন, ‘‘এতদিন সিএবিতে থেকেও বিশ্বরূপ নিয়ম জানে না। প্রেসিডেন্ট টিকিট বণ্টনের দায়িত্বে থাকে। আমার কাছে যে তালিকা পাঠানো হয়েছে তাদেরকেই দিয়েছি। সেখানে ওর নাম ছিল না।’’

বিশ্বরূপের আরও অভিযোগ, লোঢার সুপারিশ অনুযায়ী শুধু তাঁকেই সরানো হয়েছে। গৌতমবাবুর মতো কর্তাদের গায়ে হাত দেওয়া হয়নি। যার জবাবে গৌতমবাবু বলছেন, ‘‘আমি তো কোনও অফিস পোস্টে বসে নেই। তা ছাড়া ও কী করে জানল আমার কত বছর হয়েছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন